E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার জনগণের দ্বারপ্রান্তে আধুনিক তথ্য প্রযুক্তি পৌছে দিয়েছে’

২০১৫ মে ২১ ১৯:২৫:০৭
‘সরকার জনগণের দ্বারপ্রান্তে আধুনিক তথ্য প্রযুক্তি পৌছে দিয়েছে’

বগুড়া প্রতিনিধি : বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান বলেছেন, তথ্য-প্রযুক্তির সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইন্টারনেট সহজলভ্য করেছে বর্তমান সরকার। ইন্টানেটের মূল্য কমিয়ে জনগণের দ্বারপ্রান্তে আধুনিক তথ্য প্রযুক্তির সুবিধা পৌঁছে দিয়েছে। এ ছাড়া সরকারের আইসিটি বিভাগ একটি বেসরকারি মোবাইল অপারেটর এবং ফেসবুকের সহায়তা নিয়ে বিনা পয়সায় ইন্টারনেট সেবা চালু করেছে।

তিনি বলেন, বিএনপির আমলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো মাত্র ৪০ লাখ। বর্তমানে এ সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। আজ দেশের ৯৯ শতাংশ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায়। অনলাইন ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কেনাকাটাও করা যাচ্ছে অনলাইনে। বিল দেওয়া যাচ্ছে অনলাইনে। কৃষকরা মোবাইল ফোনে ছবি তুলে তার কৃষি সমস্যার জন্য বিভিন্ন সেবা পাচ্ছে। শুধু নির্দিষ্ট কোনো সেক্টর নয়, সব সেক্টরেই মানুষ তথ্য-প্রযুক্তি সেবা পাচ্ছে। মানুষ উপকৃত হচ্ছে।

তিনি বলেন, সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে বর্তমান সরকার আমলে। খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী করছে সরকার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালে ত্রান সহায়তা প্রেরন করা হয়েছে। খুব শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিণত হবে দেশ। উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সবার প্রতি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নিজস্ব ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, মুনিরা সুলতানা, আব্দুল জলিল, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, এএসপি (সদর) মাহফুজুল ইসলাম, এএসপি (বি সার্কেল) গাজিউর রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ছামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সহকারী অধ্যাপক কাওছারীন খাতুন, সহ প্রধান শিক্ষক আশরাফ আলী মন্ডল, কাজী মঞ্জুরুল হক, প্রভাষক মোস্তাকিম হোসাইন, আব্দুল করিম, কামরুল হাসান ডালিম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নিজস্ব ওয়েব সাইট উদ্বোধন করেন। তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান, মাল্টিমিডিয়া ক্লাস রুম, বাস ক্রয়সহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

(এএসবি/এএস/মে ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test