E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

অনলাইন ফটোস্টোর ও শেয়ারিং চালু করছে গুগল

২০১৫ মে ২২ ১০:০৫:২৭
অনলাইন ফটোস্টোর ও শেয়ারিং চালু করছে গুগল
 
 

নিউজ ডেস্ক : অনলাইন ফটোশেয়ারিং সার্ভিস চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। শুধু তাই-ই নয়, অনলাইনে ছবি স্টোর করার ব্যবস্থাও চালু করতে যাচ্ছে সংস্থাটি।

গুগল প্লাসে যে ছবি স্টোর করার ব্যবস্থা আছে, তার বাইরেই অনলাইন ছবি শেয়ারিং ও স্টোর করার সার্ভিস চালু করতে যাচ্ছে বলে জানা গেছে।

মে মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের বার্ষিক সফটওয়্যার ডেভেলপার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সেই গুগল তার অনলাইন ছবি শেয়ারিং ও স্টোর সার্ভিস চালুর ঘোষণা দেবে।

গুগলের এই পরিসেবার মাধ্যমে জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারেও ছবি শেয়ার করতে পারবেন, এই সার্ভিসের অ্যাকাউন্টধারীরা।

সামাজিক মিডিয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেসবুক ও ইন্সটোগ্রামকে পেছনে ফেলতেই প্রযুক্তি জায়ান্ট গুগল এই পদক্ষেপ নিতে যাচ্ছে।

এ ছাড়া মে মাসের কনফারেন্সে অ্যান্ড্রয়েন্ড ফর ওয়ার্ক ও অ্যান্ড্রয়েড এম উপযোগী ভয়েস কমান্ড সার্ভিসের ঘোষণা দিতে যাচ্ছে গুগল।

(ওএস/এএস/মে ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test