E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্যাটার্ন লক ভুলে গেছেন ? জেনে নিন কি করতে হবে ...

২০১৫ মে ২৯ ০৯:২৬:২২
প্যাটার্ন লক ভুলে গেছেন ? জেনে নিন কি করতে হবে ...

নিউজ ডেস্ক : অ্যান্ড্রয়েড ডিভাইস সিকিউর করার জন্য অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করেন। তবে এই লকের একটি সমস্যা হচ্ছে, বেশ কয়েক বার ভূল প্যাটার্ন দিলে ডিভাইসটি পুরোপুরি লক হয়ে যায়। যদি কোনও কারণে প্যাটার্ন ভূলে যান বা ডিভাইস লক হয়ে যায় তাহলে কি করবেন? চলুন দেখে নেই।

সমাধান-১ : এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে

*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত: ৫বার ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, “Forgot Pattern”? এটাতে ট্যাপ করুণ।
*ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ।
*সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।

সমাধান-২: ইন্টারনেট কানেকশন প্রয়োজন নেই
বার বার ভুল প্যাটার্ণ ড্র করার ফলে অনেক সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের কারণেও ডিভাইস লকড হয়ে যেতে পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন
*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up , Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে
রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
১।Volume Down + Volume Up + Power button.
২।Volume Down + Power button.
৩।Volume Up + Power button.
৪।Volume Up + Home + Power button.
৫।Volume Up + Camera button.
৬।Home + Camera button.
৭।Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
* “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।

*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে

*সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।
তবে এভাবে ভোন ঠিক করলে ফোনের সকল ডাটা মুছে যাবে। কিন্ত ব্যবহার করতে না পারার চেয়ে তো ভালো তাইনা। অতএব প্যাটার্ন লক ব্যবহারের আগে ভেবে নিন লক প্যাটার্ন ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা।

(ওএস/অ/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test