E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অ্যাপ

২০১৫ জুন ০৪ ১৮:১৪:৪৪
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অ্যাপ

নিউজ ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মদিবস উপলক্ষে সোসাইটি ফর ন্যাচারাল ল্যাংগুয়েজ টেকনোলজি রিসার্চ (এসএনএলটিআর) অ্যান্ড্রয়েডভিত্তিক বিশেষ অ্যাপ নিয়ে এসেছে। এতে থাকছে রবীন্দ্রনাথের প্রায় সব সাহিত্যকর্ম।

 

বাংলা সাহিত্য ও সঙ্গীতে নবজাগরণ আনা এ কবির সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস হিসেবেই নতুন অ্যাপটি আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর পিটিআই।

রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বই নন, তিনি বিশ্বকবিও বটে। বিশ্বদরবারে বাংলা সাহিত্যকে অনন্য মর্যাদা এনে দেয়া এ কবির সাহিত্যকর্ম প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ধারণা পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন হিসেবেই কাজ করবে। এ ধারণা থেকেই অ্যান্ড্রয়েডচালিত বিশেষ অ্যাপ এনেছে এসএনএলটিআর। অ্যাপটি তাদের ওয়েবসাইটের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করবে। সেখানে কবিগুরুর প্রায় সব সাহিত্যকর্ম রয়েছে।

উল্লেখ্য, এসএনএলটিআর ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে থেকে কাজ করে। তাদের মূল কাজ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে গবেষণা ও তা অনলাইনে প্রকাশ করা।

এসএনএলটিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘নতুন সেবাটির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ রবীন্দ্রনাথ সম্পর্কে জানার সুযোগ পাবেন। নতুন প্রজন্ম যাতে কবিগুরু ও তার সাহিত্যকর্ম সম্পর্কে বেশি কিছু জানতে পারে, সে প্রত্যাশা থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে।’

দীর্ঘ তিন বছরের চেষ্টার ফল এ অ্যাপ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির একটি বিশেষজ্ঞ দল অ্যাপটির উন্নয়নে কাজ করেছেন। এর মধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেরও একজন ছিলেন।

অ্যাপ-সংশ্লিষ্ট ওয়েবসাইটটি তৈরি হয় ২০১০ সালে। এতে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গানসহ প্রায় সব সাহিত্যকর্মের মূল সংস্করণ ছাড়াও রবীন্দ্রনাথ সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। জীবনবৃত্তান্ত, তার সাহিত্যকর্ম-সংক্রান্ত বিভিন্ন তথ্য, চিঠি এমনকি বিভিন্ন সমালোচনাও রয়েছে।

(ওএস/এএস/জুন ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test