E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ব্যবহারকারী বাড়ছে’

২০১৫ জুন ০৯ ১৬:১৭:৪৪
‘প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ব্যবহারকারী বাড়ছে’

স্টাফ রিপোর্টার : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ২০০৮ সালের আগে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র ১০ হাজার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪ কোটি ৫৭ লাখ। প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ইউজার (ব্যবহারকারী) বাড়ছে, যা আমাদের জন্মহারের চেয়ে বেশি।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের কনফারেন্স কক্ষে আয়োজিত স্বাধীন গণমাধ্যমের অবস্থান ও তাৎপর্য বিষয়ক ‘কনসালটেশন উইথ পার্লামেন্টারিয়ানস দ্যা আইসিটি অ্যাক্ট, ২০০৬’ শীর্ষক গোল টেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন তুলে ধরেন আর্টিক্যাল ১৯-এর নির্বাহী পরিচালক থমাস হিউজ।

জুনাইদ আহমেদ পলক বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে সোস্যাল মিডিয়ার ব্যবহার যেভাবে বাড়ছে তা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক ইউজার ব্যবহারে পৃথিবীতে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। সোস্যাল মিডিয়ার ব্যবহার যেভাবে বাড়ছে এর সাথে সাথে সাইবার ক্রাইমের বিষয়টি বাড়ছে। সে কারণে সাইবার ক্রাইম নির্মূলের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অফ লাইনের চাইতে অনলাইন বেশি ইফেকটিভ। অনলাইনে কোনো কিছু প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু অফলাইনে তার প্রভাব তেমন একটা পড়ে না। তাই বিশাল এই অনলাইনের সঙ্গে যারা জড়িত তাদের জন্য আন্তর্জাতিকভাবে অনলাইন আইন প্রয়োগের প্রয়োজন। এ ছাড়া আগের আইনগুলোরও সংশোধন প্রয়োজন।’

কম্পিউটার এখন আর শুধু টাইপের কাজে নয় ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য, লেনদেন, কেনাবেচা, পড়াশুনাসহ সবকিছুতেই কম্পিউটারের গুরুত্ব বাড়ছে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ভিশন তা বাস্তবায়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব দিতেই হবে। আর এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালা, এমেন্ডমেন্ট, আইন তৈরি করতে হচ্ছে।

‘আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন’, উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্লগারদের অধিকার, অনলাইনে মতামত প্রকাশের অধিকার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের বিধান তৈরি করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলা হবে।’

আর্টিক্যাল ১৯-এর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল শাখার প্রধান অ্যাড্রিয়ান জন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শিরিন আকতার, হোসনে আরা বেগম ডালিয়া, রুস্তম আলী ফরাজিসহ সাংবাদিক এবং অনলাইন অ্যাকটিভিস্টরা।

(ওএস/এএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test