E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘরে বসেই জেনে নিন মোবাইলটি আসল নাকি নকল ?

২০১৫ জুলাই ১৪ ১০:১০:৩৮
ঘরে বসেই জেনে নিন মোবাইলটি আসল নাকি নকল ?

নিউজ ডেস্ক : আপনারা জানেন যে বাজারে চায়না নকল মোবাইল দিয়ে ছেয়ে গেছে। আমরা অনেকেই ইউরোপ সহ অন্যান্য দেশের অনেকের কাছ থেকে পুরাতন মোবাইল কিনে থাকি। কিন্তু অনেক মোবাইল আছে যেগুলো দেখতে একেবারে অরিজিনালের মত কিন্তু কপি অথবা নকল করা। তাই অরজিনাল মোবাইল চিনার জন্য আপনি কি করবেন? অরজিনাল মোবাইল চেনা একটা গুরুত্তপূর্ণ বিষয়। তবে চিন্তার কিছুই নেই। নিচের পদ্ধতিটি ব্যবহার করে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পাড়বেন যে, আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন তা আসল না নকল।

অনলাইনে আসল/নকল মোবাইল চেনার উপায়:

১) প্রথমে IMEI.INFO ওয়েবসাইটে যান, তারপর আপনার মোবাইলে *#06# চাপুন।

২) তারপর একটা কোড (IMEI) পাবেন অথবা মোবাইলের প্যাকেটের গায়েও IMEI নাম্বার পাবেন।

৩)ওই কোড কপি করে, তারপর IMEI.INFO ওয়েবসাইটে গিয়ে কোড (IMEI) পেস্ট করুন ও check নামক লেখাতে ক্লিক করুন।

৪) তারপর আপনার মোবাইল এর DETAILS পেয়ে যাবেন। যেমনঃ কবে বাজারে এসেছে, কোন কোম্পানির মোবাইল সহ আরও অনেক তথ্য।

৫) আর আপনি যদি iPHONE ব্যাবহার করে থাকেন বা ক্রয় করতে চান, তাহলে iphoneimei.info ওয়েবসাইটে যান এবং সেই একি ভাবে IMEI নাম্বার দিয়ে চেষ্টা করুন, তাহলেই সকল তথ্য পেয়ে যাবেন।

(ওএস/অ/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test