E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক সিমকার্ডে সব অপারেটরের সংযোগ!

২০১৫ জুলাই ২০ ১৮:১৯:৪৪
এক সিমকার্ডে সব অপারেটরের সংযোগ!

নিউজ ডেস্ক : অধিকাংশ মোবাইলেই একটি বা দুটি সিমকার্ডই ব্যবহার করার সুযোগ থাকে। কিন্তু অনেকেই আছেন একাধিক অপারেটরের সংযোগ ব্যবহার করেন। ফলে স্মার্টফোনে একাধিক সিম সংযুক্ত করতে হয়। এই সমস্যার সমাধানে জোটে বেধেছে অ্যাপল এবং স্যামসাং। বৈরিতে ভুলে নতুন প্রজন্মের সিম তৈরির জন্য প্রতিষ্ঠান দু‘টি মনোনিবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, গত বছর নেদ্যারল্যান্ড ভিত্তিক সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠান জিমালটো হ্যাক হয়ে যাওয়ার পর অ্যাপল এবং স্যামসাং হালআমলের সিম কার্ডের উপর ভরসা হারিয়েছে। তারা মনে করছে এখনকার সিম কার্ডের প্রযুক্তি অনেক পুরনো হয়ে গেছে। তাই ভার্চুয়াল সিম কার্ড তৈরি করছে চায় পৃথিবীর এই শীর্ষ দু‘টি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে শুরুতে এই সুবিধা সব দেশের সব অপারেট এবং ব্যবহারকারীরা পাবে না। শুরুতে এই সুবিধার আওতায় আসবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কয়েকটি টেলিকম অপারেটর।

নতুন সিম কার্ড হবে ভার্চুয়াল। এতে একই সঙ্গে একাধিক টেলিকম অপারেটরের সংযোগ ব্যবহার করা যাবে। ফলে সিম কার্ড বদলানোর ঝামেলা থেকে ব্যবহারকারী রেহাই পাবেন।

নতুন ইলেকট্রোনিক সিম কার্ড তৈরি কথা স্বীকার করেছে টেলিকম অপারেটরদের সংগঠন জিএসএমএ। প্রতিষ্ঠানটি জানায় ভবিষ্যতের জন্য অ্যাপল ও স্যামসাং সিম কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে। এতে কি কি প্রযুক্তি ও ফিচার এবং মানদন্ড থাকবে তা নিয়ে শিগগিরই বেঠক হবে। জিএসএমএ জানায় আগামী বছর নাগাদ বাজারে আসবে নতুন সিম কার্ড।

(ওএস/অ/জুলাই ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test