E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুল্ক কমছে তথ্যপ্রযুক্তি পণ্যে

২০১৫ জুলাই ২৬ ১৪:৩১:৫২
শুল্ক কমছে তথ্যপ্রযুক্তি পণ্যে

স্টাফ রিপোর্টার: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), তথ্যপ্রযুক্তি খাতের ১ লাখ কোটি ডলারের পণ্যের জন্য শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এ সিদ্ধান্তে উপনীত হন সংস্থাটির সদস্যরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভিডিও গেম থেকে শুরু করে মেডিকেল ইকুইপমেন্টের মতো প্রযুক্তিপণ্যের উৎপাদন বাড়াতে এ সিদ্ধান্ত কাজে দেবে বলে।

নতুন সিদ্ধান্তের কারণে ১৮ বছরের পুরনো আইটি এগ্রিমেন্টে (আইটিএ) পরিবর্তন এল। এতে করে শুল্কমুক্ত পণ্যের তালিকায় ২০০ পণ্য নতুন করে যুক্ত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, শুল্কমুক্ত বাণিজ্য সেবা দেয়ার কারণে তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা বাড়বে। আর বিদ্যমান প্রতিষ্ঠানগুলোও এ থেকে সুবিধা পাবে। বাজার বিশ্লেষকদের মতে, আইটিএর উন্নয়ন তথ্যপ্রযুক্তি খাতে ইতিবাচক ভূমিকা রাখতে যাচ্ছে।

অ্যাডভান্সড কম্পিউটার চিপ, জিপিএস ডিভাইস, মেডিকেল ইকুইপমেন্ট, প্রিন্টার কার্টিজ ও ভিডিও গেম কনসোল শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। নতুন চুক্তিতে জেনারেল ইলেকট্রিক, ইন্টেল, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও নিনতেন্দোর মতো প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। ২০১২ সালে এ চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।

(ওএস/এলপিবি/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test