E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুক নিউজ ফিডে দেখা যাবে ভিডিও

২০১৫ সেপ্টেম্বর ২৫ ১৭:১১:১৬
ফেসবুক নিউজ ফিডে দেখা যাবে ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক :সম্প্রতি ফেসবুক নিউজ ফিডে নতুন এক ফিচার যোগ করেছে, যার মাধ্যমে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা যাবে। বিশ্বের জনপ্রিয়তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নতুন এ ফিচার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা করছে ফেসবুক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফেসবুকের এ ভিডিও ধারণ করার জন্য ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করতে হবে। এতে কোনো স্থানের চারপাশের সম্পূর্ণ দৃ্শ্য দেখা সহজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে ফেসবুকের এ ফিচারটি অ্যান্ড্রয়েড ও ওয়েবসাইট থেকে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এটি আইফোনেও চালু হবে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুকের এ নতুন ফিচারটি উদ্বোধন উপলক্ষে স্টার ওয়ার্স, ডিসকভারি, গোপ্রো ইত্যাদি প্রতিষ্ঠান তাদের ৩৬০ ডিগ্রি ভিডিও পোস্ট করে ফেসবুকে।


এ নতুন ফিচারটি নির্মাণে ফেসবুক ওকুলাস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এতে বিভিন্ন নিত্যনতুন ফিচার সমৃদ্ধ করতে আগ্রহী। এসব ফিচার লেখা থেকে শুরু করে ছবি ও ভিডিও নানাভাবে ব্যবহারকারীদের আকর্ষণ করছে।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test