E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসছে সবচেয়ে পাতলা ল্যাপটপ

২০১৬ এপ্রিল ১৫ ১০:৩৭:৪৬
আসছে সবচেয়ে পাতলা ল্যাপটপ

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে পাতলা কম্পিউটার বাজারজাত করতে যাচ্ছে শীর্ষস্থানীয় পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা মার্কিন কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি)। স্পেকটা নামে নতুন এ ল্যাপটপ উন্মোচনও করেছে কোম্পানিটি।

পাতলা এই ল্যাপটপের পুরুত্ব মাত্র ১০ দশমিক ৪ মিলিমিটার এবং ওজন আড়াই পাউন্ডেরও কম (১ কেজি ১০০ গ্রাম)। এইচপি স্পেকটা ল্যাপটপটিতে সোনালি রঙের গ্যাজেটপ্রেমীদের জন্য ব্যবহার করা হয়েছে তামার আবরণ, যা ডিভাইসটির বাহ্যিকতায় ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি দেখতে অনেকটা অলংকারের মতোই।

এইচপির নতুন এ ল্যাপটপে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম ও উচ্চক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৯ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ দেবে। ল্যাপটপটির দাম পড়তে পারে ১ হাজার ১৭০ থেকে ১ হাজার ২৫০ ডলার।

(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test