E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি জে৩

২০১৬ এপ্রিল ২২ ১৪:৫২:২৫
বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি জে৩

নিউজ ডেস্ক : স্যামসাং নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি ৪জি এলটিই সমৃদ্ধ স্মার্টফোন গ্যালাক্সি জে৩। সর্বাধুনিক ডিজাইন ও ফিচারের এই স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা আরো উপভোগ করতে পারবেন বাংলাদেশের সাংস্কৃতিক থিমের কাস্টমাইজড প্যাকেজ। ৪জি এলটিই সমৃদ্ধ ডিভাইসটিতে রয়েছে আল্ট্রা ডাটা সেভিং মোড (ইউডিএস) এবং এস-বাইক মোড।

সম্প্রতি আসা এই স্মার্টফোনে রয়েছে অসাধারণ ডিসপ্লে, দ্রুত কার্যক্ষমতা এবং দারুণ ক্যামেরার সংমিশ্রণ, যা বাজারে থাকা অনুরূপ দামের অন্য হ্যান্ডসেটগুলোর মধ্যে অন্যতম। দারুণ লুক আর নিখুঁত কর্মদক্ষতার এই হ্যান্ডসেটে রয়েছে আধুনিক সব ফিচার।

এ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর আল্ট্রা ডাটা সেভিং মোড, যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে এবং ২৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে। জে সিরিজের সর্বশেষ এই স্মার্টফোনে রয়েছে স্মার্ট ম্যানেজার নামের দারুণ ফিচার, যা প্রতিটি অ্যাপ কত শতাংশ চার্জ খরচ করে এবং ব্যাটারিতে কত শতাংশ চার্জ অবশিষ্ট রয়েছে তা প্রদর্শন করে।

এই স্মার্টফোনে রয়েছে অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ৫.১.১.অপারেটিং সিস্টেম। স্যামসাং গ্যালাক্সি জে৩ স্মার্টফোনের ৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি দিনের আলোতেও উজ্জ্বল রঙ এবং পরিচ্ছন্ন ছবি প্রদর্শন করে।

স্মার্টফোনটিতে ১.৫ জিবি র‌্যাম, ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে যা দ্রুত এবং সহজতর কর্মক্ষমতা নিশ্চিত করে। এ ডিভাইসে ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ব্র্যান্ড নিউ হ্যান্ডসেটটিতে রয়েছে দারুণ ক্যামেরা ফিচারস। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুইক লঞ্চ ফিচার এবং এফ ২.২ অ্যাপারচার, যা কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এই নতুন হ্যান্ডসেটটিতে রয়েছে লেদার ফক্স ব্যাক কাভার, যার ফলে ব্যবহারকারীরা ফোনটিকে স্বাচ্ছন্দ্যে হাতের মুঠোয় ধরতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি জে৩ হ্যান্ডসেটটির দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা মাত্র। এটি স্যামসাং মোবাইল বাংলাদেশর অনুমোদিত সকল স্টোরে পাওয়া যাচ্ছে।
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test