E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে যা করবেন

২০১৬ এপ্রিল ২৮ ১৬:১১:৫৪
ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে যা করবেন

নিউজ ডেস্ক : বিশেষ প্রয়োজনে সাইবার ক্যাফে, বন্ধুর ফোন বা অফিসের কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেছেন। কিন্তু ব্যস্ততার কারণে কিংবা লোডশেডিং হওয়ায় লগ আউট করতে পারেননি।

বিশ্বস্ত বন্ধুর ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা না থাকলেও অনেক ক্ষেত্রে তা রয়েছে। কারণ আপনার পর সেই কম্পিউটার বা ফোন থেকে যে ফেসবুকে বসবেন, তার সামনে খুলে যাবে আপনার আইডি। তিনি আপনার প্রোফাইলের সব দেখে ফেলবেন!

এমন পরিস্থিতিতে পড়লে বেঁচে যাওয়ার উপায়ও কিন্তু রয়েছে। তাহলে জেনে নিন কী করবেন?

* যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে আবার লগ-ইন করুন।
* এবার মেইন মেনুতে যান।
* সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন।
* এবার সেখানে সিকিউরিটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
* এবার সেখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। ‘WHERE YOU’RE LOGGED IN’ অপশনটিতে ক্লিক করুন।
* এবার সেখানে Edit বাটনে ক্লিক করুন।
* এরআগে কোথা থেকে আপনি লগ-ইন করেছিলেন সেটা দেখতে পাবেন।
* এবার সেই অপশনে গিয়ে লগ আউট বাটন প্রেস করুন।
* এরআগে আপনি ভুলবশত যেখান যেখান থেকে লগ আউট করেননি, সব জায়গা থেকেই লগ আউট হয়ে যাবে।

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test