E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবার থেকে ল্যাপটপ মেলা শুরু

২০১৬ মে ১০ ১৮:২৯:০৯
শুক্রবার থেকে ল্যাপটপ মেলা শুরু

স্টাফ রিপোর্টার : রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি ‘সামার ল্যাপটপ ফেয়ার-২০১৬’। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য  জানানো হয়।

সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়কারী ও আয়োজক এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, মেলায় ৪৭টি স্টলে দেশি বিদেশি প্রযুক্তি নির্মাতা ও পরিবেশকরা নিজেদের সেরা পণ্য প্রদর্শন করবেন। পাশাপাশি দর্শনার্থী ও প্রযুক্তি প্রেমীরা তুলনামূলক কম দামে এসব পণ্য ক্রয় করতে পারবেন।

নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, এ নিয়ে ১৭ বারের মতো দেশে ল্যাপটপ মেলার আয়োজন করা হচ্ছে। বর্তমানে এটি সবার কাছে কাঙ্খিত আয়োজন হিসেবে মর্যাদা লাভ করেছে।

তিনি জানান, ১টি মেগা প্যাভিলিয়ান, ৪টি প্যাভিলিয়ান, ৭টি মিনি প্যাভিলিয়ানে এবারের মেলা সাজানো হয়েছে। ৩০ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে সকাল ১০টা থেকে মেলায় প্রবেশ করা যাবে। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় বা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

তিনি আরো জানান, মেলার টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যয় করা হবে।

সংবাদ সম্মেলনে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ডেলের মার্কের্টিং ম্যানেজার প্রতাপ সাহা জানান, এ বারের মেলায় ডেলের পণ্য কিনলে নিশ্চিত উপহার পাওয়া যাবে। এক বছরের ওয়ারেন্টির পণ্য কিনলে একটি স্মার্টফোন ও দুই বছর ওয়ারেন্টির পণ্য কিনলে শপিং ভাউচার পাওয়া যাবে।

হিউলেট প্যাকার্ডের (এইচপি) প্রতিনিধি আজাদ জানান, মেলায় পণ্য বিক্রির ক্ষেত্রে ভর্তুকি দেয়া হয়ে থাকে, তাই অন্য যে কোনো সময়ের তুলনায় মেলায় কম দামে পণ্য পাওয়া যাবে।

আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের প্রতিনিধি আবদুল ফাত্তাহ খান বলেন, এবারের আয়োজনে আসুসের গ্লেমিং ল্যাপটপ প্রদর্শন করা হবে। পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিস্তিতে পণ্য কিনতে পারবেন।

(ওএস/এএস/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test