E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মার্টফোন আনছে মটোরোলা

২০১৬ মে ২৩ ১৬:১৮:৩০
স্মার্টফোন আনছে মটোরোলা

নিউজ ডেস্ক : স্মার্টফোনের বাজারে নিজেদের যুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান মটোরোলা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মটোরোলার পুরনো মডেলের আনস্মার্ট ফোল্ডিং সেট স্মার্টফোন রূপে বাজারে আনা হচ্ছে।

সবার হাতে যখন সাধারণ মোবাইল ফোন ছিল তখন স্লিম ফোল্ডিং মোবাইল ফোন বের করে মটোরোলা। ফোনটি এতটাই জনপ্রিয় হয়েছিল সারা পৃথিবীতে ১৩০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়। অ্যান্ড্রয়েড বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে মটোরোলা সেই ফোল্ডিং সেট আনছে স্মার্টফোনে রূপ দিয়ে।

মটোরোলা জানায়, ২০০৪ সালে সর্বপ্রথম বাজারে আসে মটো রেজার। দেরিতে হলেও সে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে মটোরোলার নতুন মালিক লেনোভো। ২০১৪ সালে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো গুগলের কাছ থেকে মটোরোলার ফোন ব্যবসা অধিগ্রহণ করে। শিগগিরই মটোরোলা রেজারের নতুন ভার্সনটি নতুন চমক হিসেবে বাজারে আনতে যাচ্ছে লেনোভো।

উল্লেখ্য, গত বছর থেকেই অ্যান্ড্রয়েড ফোন হিসেবে মটোরোলা রেজার বাজারে আনার পরিকল্পনা করে লেনেভো। এরই লক্ষ্যে নতুন নতুন সফটওয়্যার ও ফিচার তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে রেজার ২ নামে নতুন টাচস্ক্রিন ফোন বাজারে আনে মটোরোলা।

(ওএস/এএস/মে ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test