E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর নয় পাসওয়ার্ড!

২০১৬ মে ২৭ ১৫:২৮:৩৫
আর নয় পাসওয়ার্ড!

নিউজ ডেস্ক : পাসওয়ার্ড ই-মেইল এড্রেস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সব সাইটে দরকার হয় । এই পাসওয়ার্ডও আবার চুরি হয়ে যায়। অ্যাকাউন্ট হ্যাক হয়ে ঘটে অপ্রীতিকর ঘটনা। এবার পাসওয়ার্ড পদ্ধতি বাতিল করে দিয়ে নতুন নিরাপত্তা পদ্ধতির কথা ঘোষণা দিলো বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্চিন জায়ান্ট গুগল।

সম্প্রতি গুগলের আই/ও ডেভেলপার সম্মেলনে গুগল ‘প্রজেক্ট অ্যাবাকাস’ এর অংশ হিসেবে ‘ট্রাস্ট এপিআই’ নামে নতুন একটি পদ্ধতি অবমুক্ত করে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, জুনের মধ্যে বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি পরীক্ষণের কাজ সম্পন্ন হবে।

এই পদ্ধতিটি মূলত ডিজাইন করা হয়েছে স্মার্টফোনের জন্য। কোন একটি ব্যক্তিগত শনাক্তকরণ পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে কোন পাসওয়ার্ড না দিয়ে প্রবেশ করা যাবে ফোনের অ্যাপসগুলোতে। পাসওয়ার্ডের পরিবর্তে ফোনে চেহারা শনাক্তকরণ, কন্ঠস্বর, বা কিভাবে আপনি টাইপ করেন অথবা স্যোয়াপ করেন, কিভাবে আপনি চলাফেরা করবেন এবং আপনার অবস্থান ইত্যাদি পদ্ধতি পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

এই তথ্যগুলো এপিআই সফটওয়্যারে সংরক্ষিত হবে যেখানে একটি ‘ট্রাস্ট স্কোর’ উৎপন্ন হবে। যা নিশ্চিত করবে এই ফোনটি আসলেই আপনার কি না! এই পদ্ধতিতে ডিভাইসকে আরো বেশি নিরাপদ করা যাবে। তবে এই পদ্ধতিটি মানুষের ফোনে চালু করা বেশ চ্যালেঞ্জের বিষয়। গুগল বিশ্বাস করে এই পদ্ধতিগুলো ফিঙ্গারপ্রিন্টের চেয়ে ১০গুণ বেশি শক্তিশালি হবে।

লেনদেনের ক্ষেত্রেও এই এপিআই সিস্টেম আরো বেশি নিরাপত্তা দেবে। ব্যালেন্স চেক করতে এপিআইয়ের সহজ পদ্ধতিগুলো ব্যবহৃত হবে। কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে স্পর্শকাতর তথ্যগুলো প্রমাণ করতে হবে। এমনকি একের অধিক সনাক্ত পদ্ধতিও থাকতে পারে। কিভাবে এই অ্যাপসের মাধ্যমে দ্রুত কাজ করা যায় তা নিয়েও চিন্তা করছে গুগল।

(ওএস/এএস/মে ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test