E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্ত্রিসভায় উঠছে ডিজিটাল সিকিউরিটি আইন

২০১৬ আগস্ট ১৮ ১৮:০৮:৫৫
মন্ত্রিসভায় উঠছে ডিজিটাল সিকিউরিটি আইন

রাজশাহী প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, তথ্য-প্রযুক্তির অপব্যবহার রোধে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ নামে নতুন একটি আইন উপস্থাপন করা হবে। এই আইনের আওতায় ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন হবে। এই চারটি পিলারের ওপর ভিত্তি করে সাইবার সিকিউরিটি বাড়ানো হবে।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। আইসিটি আইনের ৫৭ ধারা মোতাবেক প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যাতে প্রযুক্তির ব্যবহার করে জঙ্গিবাদে উস্কানি বা জড়াতে না পারে সেজন্য আইন-শৃংঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে, এখনো নিচ্ছে। আর আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন করা হচ্ছে।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test