E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রথমবারের মতো নারী সভাপতি

২০১৬ অক্টোবর ২৪ ১৩:৫৪:৫৫
বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রথমবারের মতো নারী সভাপতি

নিউজ ডেস্ক : তথ্যপ্রযুক্তির বিশ্ব সংস্থা ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ (উইটসা) এর সভাপতি নির্বাচিত হয়েছেন তাইওয়ানের ইভোনে চিউ (Yvonne Chiu)। ২০১৬-১৮ মেয়াদের জন্য নির্বাচিত তিনিই হচ্ছেন উইটসার প্রথম নারী সভাপতি।

ইভোনে চিউ ‘ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ান’ (সিআইএসএ)-এরও সভাপতি। এরই সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর প্রাক্তন সভাপতি এবং বর্তমান কমিটির উপদেষ্টা সবুর খান পুনরায় উইটসার পরিচালক নির্বাচিত হয়েছেন।

উইটসার নতুন সভাপতি এবং পরিচালনা পর্ষদকে স্বাগত জানান বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম এবং মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ বিসিএস কার্যনির্বাহী কমিটির সদস্যরা। নতুন কমিটি উইটসাকে বিশ্ব তথ্যপ্রযুক্তিতে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে আরো বিকশিত করবেন বলেও আশা ব্যক্ত করেন বিসিএস নেতারা।

বাংলাদেশ কম্পিউটার সমিতি এই বিশ্ব আইটি সম্মেলন চলাকালীন দুটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে। ৩ অক্টোবর প্রথম চুক্তিটি সম্পাদিত হয় ‘ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ান’ (সিআইএসএ)-এর সঙ্গে। বিসিএস এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি আলী আশফাক এবং সিআইএসএ এর পক্ষে স্বাক্ষর করেন সভাপতি ইভোনে চিউ, যিনি এই সম্মেলনেই উইটসার সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি উইটসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ অক্টোবর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত উইটসার সাধারণ অধিবেশন ও পরিচালনা পর্ষদের সভায় ২০১৬-১৮ মেয়াদের কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিএস সভাপতি আলী আশফাক এবং পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করেন উইটসা পরিচালক সবুর খান।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত একই স্থানে বিশ্বের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি’ আয়োজন করে সংস্থাটি। এই সম্মেলনে বাংলাদেশের আইসিটি ডিভিশন, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বিসিএস থেকে ২৪ জনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ডব্লিউসিআইটি(WCIT) ২০১৬ সম্মেলনে আয়োজনে মর্যাদাপূর্ণ ডব্লিউআইটিএসএ (WITSA) মেরিট অ্যাওয়ার্ড জিতেছে বিসিএস মনোনীত সদস্য প্রতিষ্ঠান এটিআই লিমিটেড। যা বাংলাদেশের জন্য আরো একটি সাফল্য। এছাড়াও বাংলাদেশের প্রতিনিধিদল ইন্টারনেটের জনক জীবন্ত কিংবদন্তি ভিন্টন গ্রে চের্ফ (Vinton Gray Cerf) এর সঙ্গে সাক্ষাৎ করে।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test