E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সব জেলায় ই-গভর্নমেন্ট বাস্তবায়িত হলে দুর্নীতি কমবে’

২০১৬ নভেম্বর ১০ ১১:২০:০৫
‘সব জেলায় ই-গভর্নমেন্ট বাস্তবায়িত হলে দুর্নীতি কমবে’

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সব জেলায় ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে সেবার মান বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে। এতে সরকারি-বেসরকারি সব দফতরে কাগজের ব্যবহার কমবে, সাশ্রয়ী উপায়ে জটিল কাজগুলো সহজে করা যাবে। দুর্নীতি ও হয়রানি কমার পাশাপাশি সহজে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে।

বুধবার সরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত ই-গভর্নমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যৌথভাবে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা)।

পলক বলেন, ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যানের আওতায় সারাদেশে পাঁচ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে। যে চারটি কর্মসূচিকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে, ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান তার অন্যতম। অন্যগুলো হচ্ছে- হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে কোরিয়া দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কেওয়াক সাম-জু ছাড়াও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, প্রকল্প পরিচালক মো. এনামুল কবিরসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test