E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডাক বিভাগে ই-কমার্স সেবা চালু

২০১৬ ডিসেম্বর ২৯ ১৮:৩৬:৩৫
ডাক বিভাগে ই-কমার্স সেবা চালু

স্টাফ রিপোর্টার : তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল রেখে আরেক দফা এগিয়ে গেল বাংলাদেশের ডাক বিভাগ। এখন থেকে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে এই বিভাগটি।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ পোস্ট বক্সের (জিপিও) সদর দপ্তরে এই পোস্ট ই-কমার্স সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় তিনি জানান, এতে গ্রাহকরা যেমন কম খরচে আরো উন্নত সেবা পাবেন, তেমনি পাল্টে যাবে পোস্ট অফিসের চেহারাও। এই খাত হবে পোস্ট অফিসের আয়ের অন্যতম উৎস।

তারানা হালিম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম, ই-কমার্স হবে ডাক বিভাগের আয়ের প্রধান খাত। কারণ, ডাক বিভাগের চেয়ে দ্রুত কেউই কাজ করতে পারবে না। আমাদের পোস্ট অফিসের ৯ হাজার ৮৮৬টি শাখা অলরেডি প্রস্তুত হয়েই আছে। এগুলো দিয়েই অনেক ভালো সেবা দেওয়া সম্ভব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পোস্ট অফিসগুলোর অপটিমাম ইউটিলাইজেশন হলে আমরা অনেক এগিয়ে যাব। আমাদের গ্রামে যে ১১ কোটি জনসংখ্যা আছে তাদেরকে আমরা এ পোস্ট অফিসের মাধ্যমে সেবা দিতে পারি।’

তিনি আরো বলেন, ‘ঢাকা শহরের মোট ১১টি পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। জিপিও ঢাকা, শান্তিনগর, গুলশান, বনানী, মোহাম্মাদপুর, মিরপুর, নিউমার্কেট, উত্তরা এবং তেজগাঁও পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। আমরা স্বপ্ন দেখছি, একদিন অ্যামাজান, আলিবাবার চেয়েও আমরা এগিয়ে যাব।’

ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা বলেন, ‘আমাদের টার্গেট ছিল ডিসেম্বর মাসের মধ্যেই ডাক বিভাগে ই-কমার্সের পণ্য ডেলিভারি সেবা চালু করা। আজ এই সেবার উদ্বোধনের মাধ্যমে আমাদের লক্ষ্য পূরণ হলো। ২০১০ সালে ডাক বিভাগ প্রথম মোবাইল মানি অর্ডার সেবা চালু করে। শিগগির বিভিন্ন দোকান এবং সেন্টারে এজেন্সি দেওয়া হবে।’

ডাক বিভাগের মহাপরিচালক জানান, এই সেবা দিতে নতুন গাড়িও কেনা হবে।

ই-ক্যাবের উপদেষ্টা শমী কায়সার, সভাপতি রাজীব আহমেদ, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) শুধাংশু শেখর ভদ্র প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test