E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডট বাংলা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক’

২০১৬ ডিসেম্বর ৩১ ১৪:৫৭:৪৩
‘ডট বাংলা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডট বাংলা শুধু ডোমেইন নাম নয় এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক।

আজ শনিবার দুপুরে গণভবনে দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের সুযোগ করে দেবে এই ডট বাংলা ডোমেইন। এটি ইন্টারনেটে বাংলা ভাষায় কনটেন্ট তৈরিতে বিশেষ সহায়তা করবে।

তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল কর্পোরেশন অব এ্যাসাইন্ড ন্যামস এ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়ায় এখন থেকে ইন্টারনেটে বাংলা ভাষায় ওয়েবসাইটে অ্যাড্রেস দেয়া যাবে। ফলে বিশ্বের যে কোন স্থান থেকে বাংলা ভাষা ব্যবহার করে বাংলায় তৈরি ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ পদক্ষেপ গ্রহণের পর থেকে দেশের জনগণ এর সুফল পাওয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার চালু হলো ডট বাংলা ডোমেইন। এই ডোমেইন চালু আইসিটি খাতে আমাদের এক উল্লেখযোগ্য অর্জন।

উল্লেখ্য, ডট বাংলা ডোমেইনের প্রশাসনিক দায়িত্বে থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকরা বাংলা ফন্টে বিটিসিএল. বাংলা টাইপ করে বিটিসিএল’র ওয়েবসাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ.বিটিসিএল.কম.বিডি) যেতে পারবেন।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test