E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাম পাল্টাচ্ছে ইয়াহু

২০১৭ জানুয়ারি ১১ ১৪:২৪:৩৩
নাম পাল্টাচ্ছে ইয়াহু

নিউজ ডেস্ক : গত সোমবার এক বিবৃতিতে ইয়াহু ইনকর্পোরেশন জানায়, ইয়াহুর নাম পাল্টে এর নতুন নাম হতে যাচ্ছে অ্যালটাবা ইনকর্পোরেশন।

সেইসাথে ভেরিজন কমিউনিকেশন ইনকর্পোরেশনের সাথে ইয়াহুর যে চুক্তি হয়েছে, তা চুড়ান্ত বাস্তবায়নের পর প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাবেন মারিশা মেয়ার।

কিন্তু ইয়াহুর মূল ইন্টারনেট ব্যবসা ভেরিজনের কাছে যেসব শর্তে ৪.৮৩ বিলিয়ন ডলারে বিক্রির কথাবার্তা হয়েছে তা সংশোধন হতে পারে। এমনকি চুক্তিটি বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

কারণ গত বছর ইয়াহু স্বয়ং জনসম্মুখে তাদের বড় ধরণের তথ্য চুরির ঘটনাটি প্রকাশ করে। যখন প্রতিষ্ঠানটির তরফে একবার ৫০০ মিলিয়ন এবং দ্বিতীয়বার ১ বিলিয়নের বেশি গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য ফাঁসের কথা বলা হয়।

ইয়াহুর ইন্টারনেট ব্যবসার সাথে যুক্ত আছে ডিজিটাল বিজ্ঞাপন, ইমেইল এবং মিডিয়া ব্যবসা।

অবশ্য ভেরিজনের কয়েকজন কার্যনির্বাহী বলেছেন, এ মুহূর্তে তারা দেখেছে ইয়াহুতে শক্তিশালী কর্মকৌশল প্রয়োজন। আর সেজন্য এখনও তারা তথ্য লঙ্ঘনের এই ঘটনা তদন্ত করে যাচ্ছে।

ইয়াহুর ঐ বিবৃতিতে এছাড়াও উল্লেখ করা হয়েছে, চুক্তি সম্পাদনের পর প্রতিষ্ঠানের বর্তমান পাঁচ পরিচালকও পদত্যাগ করবেন।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test