E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই দেওয়া হবে’

২০১৭ জানুয়ারি ১৪ ১৪:৪৫:৫৯
‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই দেওয়া হবে’

নাটোর প্রতিনিধি : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুবিধা দেওয়া হবে।

শনিবার সকালে নাটোরের এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াই-ফাই সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। আর এর জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশাধিকার জরুরি। এর ধারাবাহিকতায় এনএন সরকারি কলেজে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়েছে। প্রযুক্তিসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান উই ওয়াই-ফাই এর সহায়তায় এই কলেজের ১০ হাজার শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপাধ্যক্ষ নুরকুতুব উল আলম, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীব প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test