E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশে সফটওয়্যার শিল্পের বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ’

২০১৭ ফেব্রুয়ারি ০১ ২১:১৫:০২
‘বাংলাদেশে সফটওয়্যার শিল্পের বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সফটওয়্যার রফতানি একটি উদীয়মান সম্ভাবনাময় খাত। রফতানির পাশাপাশি দেশে এর অধিকতর ব্যবহার আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে চার দিনব্যাপী বেসিস সফট এক্সপো-২০১৭ এর উদ্বোধন করেন তিনি।

স্পিকার বলেন, বাংলাদেশে সফটওয়্যার শিল্পের বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বড় ভূমিকা রাখবে। তথ্যপ্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শুধু প্রাতিষ্ঠানিক নয়, ব্যক্তিগত উদ্যোগেও অনেক তরুণ আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করছে। তারা প্রচলিত ধারার চাকরি না খুঁজে সাবলম্বী হয়ে উঠছে।

তরুণ প্রজন্মের শিক্ষার্থী ও নারীদের সফটওয়্যার খাতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও সফটওয়ার শিল্পে উন্নয়ন সম্ভব। বেসিস নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সফটওয়্যার তৈরি ও বিপণনে নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বেসিসের এ ধরনের আয়োজন নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় বাজারে সফটওয়্যার খাতের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, সফটওয়্যার শিল্প একটি বিশেষায়িত খাত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে এ খাতের প্রভূত উন্নতি সাধিত হয়েছে।

বেসিসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথির বক্তৃতা করেন। এছাড়া অনুষ্ঠানে বেসিস সফট এক্সপো-২০১৭ এর আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর বক্তৃতা করেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test