E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী দিবসে গুগলের নতুন ডুডল

২০১৭ মার্চ ০৮ ১৫:৫৩:৩২
নারী দিবসে গুগলের নতুন ডুডল

নিউজ ডেস্ক : বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনে নতুন ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল। আজ আন্তর্জাতিক নারী দিবসেও এর ব্যতিক্রম হয়নি। নারীদের মূল্য ও মর্যাদার প্রতি সম্মান জানাতে নতুন ডুডল প্রকাশ করেছে গুগল।

নারী অধিকার রক্ষায় অবিস্মরণীয় ১৩ জন নারীর জীবন কাহিনী উঠে এসেছে গুগলের এই ডুডলে। ভারতীয় নৃত্যশিল্পী রুমকিনি দেবীও আছেন গুগলের এই ডুডলে।

আমেরিকান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইদা ওয়েলস, মেক্সিকান আর্টিস্ট ফ্রিদা, ইতালিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান স্থাপত্যশিল্পী লিনা বো বারদো, সোভিয়েন বিজ্ঞানী ওলগা স্কর্কদোভা, দক্ষিণ আফ্রিকান শিল্পী মিরিয়াম, আমেরিকান নভোচারী স্যালি রাইডসহ ডুডলে স্থান পেয়েছেন মোট ১৩ জন।

নারী দিবস পালন শুরু হয় ১৯০৮ সালের ৩ মে। সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চকে নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test