E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুগলের নতুন অ্যাপ

২০১৭ জুলাই ২৯ ১৩:৪২:৩২
গুগলের নতুন অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য কন্টাক্ট অ্যাপ অবমুক্ত করেছে গুগল। এর পাশাপাশি গুগল তাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপটির কিছু উন্নয়নও ঘটিয়েছে। এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কন্টাক্ট তালিকায় থাকা বন্ধু, পরিচিতজনদের সঙ্গে তাদের অবস্থান শেয়ার করতে পারেন।

গত বছর গুগল প্রথমবারের মতো শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি চালু করে। অবশেষে এখন তা আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হলো। অ্যাপটির আপডেট সংস্করণে ‘নতুন ভাষা সমর্থন’ নামে একটি ফিচার করা হয়েছে।

এই অ্যাপটি মূলত ব্যবহারকারীদের জরুরি মুহূর্তে তাদের কন্টাক্ট তালিকায় থাকা বন্ধু-পরিচিতজনদের সঙ্গে তাদের অবস্থান শেয়ার করতে সহায়তা করে। এমনকি ডিভাইসটি অফলাইনে থাকাকালেও এই অ্যাপটি কাজ করে। সর্বশেষ আপডেটের পর, এখন থেকে ব্যবহারকারীরা তাদের অবস্থান শেয়ার করার সময়টুকুও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ব্যবহারকারীরা এখন থেকে অবস্থান শেয়ার করার সময় নির্দিষ্ট সময়ও উল্লেখ করতে পারবেন যে ঠিক কতটুকু সময় তিনি এই স্থানটিতে অবস্থান করবেন।

নতুন এই অ্যাপ নিয়ে গুগল এক অফিসিয়াল ব্লগ পোস্টে জানায়, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী যখনই একটি ফোন নম্বর টাইপ করেন, তখন সেই ব্যক্তিকে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে একটি এসএমএস পাঠানো হয়। যদি তারা তা গ্রহণ করে তাহলে তাদের সঙ্গে ব্যবহারকারীর একটি বিশ্বস্ত যোগাযোগ স্থাপিত হয় এবং তারপর থেকে তাদের নাম এবং প্রোফাইল ছবি এই অ্যাপ ব্যবহারকারী দেখতে পান। অ্যাপটির আপডেটেড সংস্করণটি নতুন নয়টি ভাষায় সাপোর্ট করে।


(ওএস/এসপি/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test