E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে আসছে ‘রঙ্গিন কমেন্ট’

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১৬:১২:৩৫
ফেসবুকে আসছে ‘রঙ্গিন কমেন্ট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০১৬ সালের শেষের দিকে রঙ্গিন ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করেছিল ফেসবুক। তবে এবার স্ট্যাটাসের পাশাপাশি কমেন্টেও সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি একই ফিচার চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য স্মার্টফোন অ্যাপে এই ফিচারটি চালু করা হয়েছে।

বর্তমানে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে অনেকেই রঙ্গিন ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি যুক্ত করে থাকেন। এই ফিচারটি চালু করা হলে কমেন্ট করার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে। অবশ্য এর আগে ২০০০ সালে মাইস্পেসেও একইভাবে কমেন্ট করার সুবিধা ছিল।

নতুন এই ফিচার সম্পর্কে ফেসবুকের একজন মুখপাত্র দ্য নেক্সট ওয়েবকে জানান, ‘পারস্পরিক যোগাযোগের জন্য নিত্যনতুন উপায় বের করতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে কমেন্টে রঙ্গিন ব্যাকগ্রাউন্ড সুবিধা চালু করা হচ্ছে।’

তবে সকল ব্যবহারকারীরা কবে নাগাদ এই ফিচারটি ব্যবহার করতে পারবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test