E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি সেবা প্রদান কার্যক্রম দ্রুততরকরণে সেমিনার

২০১৭ সেপ্টেম্বর ১৬ ১৩:৩৯:৫৮
সরকারি সেবা প্রদান কার্যক্রম দ্রুততরকরণে সেমিনার

স্টাফ রিপোর্টার : সরকারি সেবা প্রদান কার্যক্রম দ্রুততর করণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরে নিয়োগপ্রাপ্ত নতুন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্যের পর পরিচিতি পর্ব, আইসিটি অধিদফতরের ভিশন-মিশন, কার্যবলী সম্পর্কে আলোচনা করা হয়। পরে আইসিটি অধিদফতরের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য সরকারি সেবা প্রদান কার্যক্রম গতিশীলকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সেমিনারে আলোচকরা বলেন, দ্রত অগ্রসরমান বাংলাদেশে আইটি খাতের কার্যক্রমও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সেবা প্রদানও। তাই এ সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে নতুন ৮০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর আরও গতিশীল হবে।

সেমিনারে আইসিটি অধিদফতরের নতুন নিয়োগপ্রাপ্তরা ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, যুগ্ম সচিব বেগম মালিহা বেগমসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test