E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেলিটকের ক্ষেত্রে একটু দুঃখ আছে : তারানা

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৫:৫১:০৫
টেলিটকের ক্ষেত্রে একটু দুঃখ আছে : তারানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বহু তদবিরের পর টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে দুটি প্রকল্পে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় দিচ্ছে না জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘টেলিটকের ক্ষেত্রে একটু দুঃখ আছে’।

বুধবার সচিবালয়ে ফোর জি সেবা নিয়ে সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

ফোর জি নিয়ে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক কতটুকু প্রস্তুত- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিটকের ক্ষেত্রে আমরা এটুকু আশ্বস্ত করতে পারি ঢাকা এবং চট্টগ্রামে প্রথমে ফোরজি সেবা দিয়ে শুরু করবে। টেলিটকের ক্ষেত্রে আমদের একটু দুঃখ তো আছেই। কারণ আমাদের দেশি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মার্কেট আছে। কিন্তু আমাদের দুটি প্রজেক্টে অর্থ মন্ত্রণালয় থেকে এখনও অর্থ দেয়া হয়নি। আমরা তদবিরের মধ্যে আছি।’

তিনি বলেন, ‘আমাদের একনেকের অনুমোদিত দুটি প্রকল্প। একনেকে সম্ভবত কোনো প্রকল্প দু’বার ওঠে না। দু’বার উঠানোর পরে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। আমরা আশা করি এটির প্রতি শ্রদ্ধাশীল থেকে এই অর্থ ছাড় করা হবে। অর্থ ছাড় করা হলে টেলিটকের নেটওয়ার্ক উন্নত হবে। আমরা টেলিটকের যত ইক্যুপমেন্ট আনছি, থ্রিজির আনছি না, সবই ফোর জি।’

তারানা হালিম আরও বলেন, ‘যে বিষয়টা প্রধানমন্ত্রী এতটা মমত্বের সাথে দেখেন, ওন করেন। সেই টেলিটকের অর্থ দেড় বছরেও পাচ্ছি না। এখনও পাওয়ার আশা কম। দেশি প্রতিষ্ঠান কীভাবে টিকবে। আমাদের তো টেকাতে হবে। আমার হাতে আলাদীনের চেরাগ নেই যে রাতারাতি নেটওয়ার্ক উন্নত করব।’

তিনি বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী ও সচিবকে অনুরোধ করেছি আমাদের এ প্রকল্পে অর্থ দেয়ার জন্য। বাকি যা কিছু আছে রিটেইলার, কাস্টমার কেয়ার সেন্টার সব কিছু করেছি। কিন্তু আমি বারবার জোর দিয়েছি টেলিটক যদি দাঁড়িয়ে যায় আমি সবার প্রতি সমান আচরণ করব। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা টেলিটকের সবাই শ্রম দিতে রাজি আছি। চেষ্টা করছি। কিন্তু টেলিটককে ফেবার করার কেনো ইচ্ছা নেই। টেলিটক তার নিজের পায়ে দাঁড়াবে বাজার প্রতিযোগিতা করে।’

তারানা হালিম বলেন, ‘সে কারণে কিন্তু অন্য অপারেটরের মতো টেলিটককে ফোরজি নিতে হবে। আমি অভিভাবক হিসেবে আলাদা আচরণ করতে পারি না। এভাবে আমরা প্ল্যানিংটা করেছি।’

রোহিঙ্গাদের অনিবন্ধিত সিম ব্যবহারের বিষয়ে সভা

রোহিঙ্গাদের হাতে অনিবন্ধিত সিম- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ওটা নিয়ে পৃথক একটা প্রেস কনফারেন্স করব বলে এখন বলছি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য সবার সঙ্গে কথা বলার জন্য এনটিএমসির সঙ্গে বৈঠক ঠিক করেছি। সেই বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test