E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা ও সুন্দরবন হানাদার মুক্ত হয় আজ

২০২১ ডিসেম্বর ০৭ ১৯:০৮:২০
মোংলা ও সুন্দরবন হানাদার মুক্ত হয় আজ

বাগেরহাট প্রতিনিধি : আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে শত্রুসেনা পাকিস্তান হানাদারদের হটিয়ে দিয়ে বাগেরহাটের মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত করেন বীর মুক্তি সেনারা। মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম মেজর (অব.) জিয়া উদ্দিন আহমদ, শামসুল আলম তালুকদার ও কবির আহমেদ মধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুন্দরবনে ৫টি ক্যাম্প থেকে খন্ড খন্ড যুদ্ধ করতে করতে শত্রুসেনা পাকিস্তান হানাদারদের হটিয়ে ৭ ডিমেম্বর মাংলা ও সুন্দরবন এলাকা শত্রু মুক্ত করেন। এর আগে ৬ ডিসেম্বর মোড়লগঞ্জ, রামপাল, শরনখোলা উপজেলা থেকে পালিয়ে যায় শত্রুসেনা পাকিস্তান হানাদারসহ রাজাকাররা। 

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের শুরুতে সাব সেক্টর কমান্ডার মরহুম মেজর (অব.) জিয়া উদ্দিনের নের্তৃত্বে মুক্তিযোদ্ধাদের ৫টি ক্যাম্প স্থাপন করা হয়। সেনা কর্মকর্তাদের তত্বাবধয়ানে সুন্দরবনের ক্যাম্পগুলোতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া হতো। আর সুবিধা বুঝে আক্রমন করা হতো বাগেরহাটের মোংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার পাকবাহিনীর ক্যাম্পগুলোতে।

মুক্তিযোদ্ধারা সুন্দরবনে ৫টি ক্যাম্প থেকে খন্ড খন্ড যুদ্ধ করতে করতে ৭ ডিসেম্বর মোংলা ও সুন্দরবনের সর্বত্র মুক্তি যোদ্ধাদের দখলে চলে আসে। এই দিন মুক্ত হয় সুন্দরবন ও মোংলাসহ এর আশপাশ এলাকা।

(এসএকে/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test