রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলে আমার জন্য কি বেহেস্তের দরজা খোলা থাকবে?
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘মুত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলে আমার জন্য কী বেহেস্তের দরজা খোলা থাকবে ? বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া সম্মানী ভাতার টাকাও আমি নেই না, আমার সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা চাকুরির ক্ষেত্রেও আমি মুক্তিযোদ্ধার কোটা নেইনি।
মুক্তিযোদ্ধা পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আমি কোথাও মুক্তিযোদ্ধা পরিচয়ও দেইনা। দিয়ে লাভ কী? আমার কাছে এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা দু’টোই পণ্য মনে হয়। এখন তা বেচা-কেনার পণ্য হয়ে গেছে। আমাদেরতো (মুক্তিযোদ্ধাদের) বয়স হচ্ছে, আমাদের তালিকাতো ছোট হওয়ার কথা। দিনে দিনে তালিকা বড় হতেই আছে। কেনো ? এ সুযোগ কেনো পাবে অমুক্তিযোদ্ধারা ? এটা আমার ক্ষোভ নয়, এটা আমার প্রতিবাদ।’
তীব্র ক্ষোভের সাথে এমনি ভাবে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিবাদের ভাষা ব্যক্ত করলেন,দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সফিকুল হক ওরফে ছুটু। বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ওরফে ছুটু’র বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায়। তিনি ভাষা সৈনিক মো. আমিনের ছেলে। তাঁর মুক্তিযোদ্ধা ডাটা বেইজ নং ৭১, গেজেট লাল মুক্তিবার্তা নম্বর- ৮৪।মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। দু’বার দিনাজপুর পৌরসভার মেয়র ছিলেন। বর্তমানে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, এম আবদুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র, আমার চ্যানেল আই দর্শক ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
মুক্তিযুদ্ধ চলঅকালীন তাঁর ভাষা সৈনিক পিতা ও ছোট ভাইকে হত্যা এবং বড় ভাইকে নির্মমভাবে নির্যাতন করেছে.পাক সেনারা। সেইসব স্মৃতি এখনো বিদ্রোহ করে তোলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সফিকুল হক ছুটু’কে।
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এ প্রতিবেদকের সাখে কথা হয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সফিকুল হক ছুটুর সাথে। তিনি কেনো রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া সম্মানী ভাতার টাকা নেন না এবং কেনো মুত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চান না,তা জানতে চাইলে কিনি প্রথমে এ বিষয়ে জানাতে অসম্মতি জ্ঞাপন করেন। পরে ক্ষিপ্ততার সুরে এ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন এই প্রতিবেদনের সাথে।
তিনি বলেন,‘আমি ভাতা নেই না, আমি মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা কোন দিন নেইনি। আমার সন্তানরা লেখা-পড়া করেছে,বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধার কোটায় নয়। আমি কোন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিচয় দেইনা। নিজেকে লজ্জা লাগে। আমি অমুক্তিযোদ্ধার ভিড়ে হারাতে চাইনা। এখন অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। আমি পরিচয় দিলে সাধারণ মানুষ ভাববেন, আমিও হয়তো ভুয়া মুক্তিযোদ্ধা। একারণেই আমি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাইনা। অসংখ্য অমুক্তিযোদ্ধার এখন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হচ্ছে।অমুক্তিযোদ্ধার ভিড়ে আমি হারাতে চাইনা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলে লাভ কী হবে ? মুত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলে আমার জন্য কী বেহেস্তের দরজা খোলা থাকবে ?’ এমনি ভাবে উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন জাতির বিবেকের কাছে।
মৃত্যুর পরও রাষ্ট্রীয় সম্মাননা নিতে চান না বলে পরিবারের সদস্যদের জানিয়ে রেখেছেন তিনি। বলেছেন, যেনো তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা না হয়। কারণ হিসেবে জানালেন, ‘মুক্তিযুদ্ধের ধারে কাছে আসেননি, এমন অনেকেই মুক্তিযোদ্ধা বনে গেছেন, রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন। অথচ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, যুদ্ধে বাবাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। অ–মুক্তিযোদ্ধাদের ভিড়ে নিজেকে হারাতে চাই না। ভাতা কিংবা রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করতে না চাওয়াটাই আমার প্রতিবাদ।’
কিনি বলেন,‘মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করতে আমরা জীবন বাজি রেখেছিলাম।দেশ স্বাধীনের পর আমাদের অবদানের জন্য স্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেওয়া হচ্ছে এবং মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে। এটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ না করেও অথচ গত কয়েক বছরে অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। সম্মানের সাথে সরকারি ভাতা পাচ্ছেন এবং মুত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে। আমাদের বয়স বাড়ছে,দিনে দিনে মুক্তিযোদ্ধার তালিকাটা ছোট হওয়ার কথা। কিন্তু সেটা বড় হচ্ছে। দুর্নীতির নিয়ন্ত্রণ নেই।সামগ্রিক উন্নয়ন অব্যাহত হচ্ছে। দুর্নীতি থেকে উত্তরণ ঘটাতে আগামী প্রজন্মই এখন ভরসা। ৫২ বছরেও যা আমরা পারিনি, আগামী প্রজন্মকে সেটা বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সঠিক ইতিহাস জানাতে পারলে আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে।’
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটুর ঘনিষ্টজন দিনাজপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা চিত্ত ঘোষ বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার বিধান করে। ছুটু ভাইয়ের আক্ষেপ, ভুয়া মুক্তিযেদ্ধারাও এই ‘গার্ড অব অনার’ পান। আর বিবেকের তাড়নায় এটা তিনি মেনে নিতে পারছেন না বলেই এই সম্মান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এই মুক্তিযোদ্ধা। তিনি রাষ্ট্রীয় সম্মানি ভাতাও গ্রহণ করেন না। মুক্তিযোদ্ধা পরিচয়ও দেন না কোথাও। আমরা তাঁকে কাছ থেকে দেখছি,তিনি একজন সৎ-আদর্শবান পরিচ্ছন্ন মানুষ।’
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সফিকুল হক ছুটুর পরিবারের সদস্যরা জানান,তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন যাতে না করা হয়,এজন্য পরিবারের সকল সদস্যকে জানিয়ে রেখেছেন তিনি। কারণ, প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে’ দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সয়লাব হয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শহীদদের আত্মার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে। তাই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন থেকে বিরত রাখতে বলেছেন।
(এসএএস/এএস/মার্চ ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ
- ঈশ্বরদীতে অগ্নিদগ্ধ হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- জামিন পেলেন আজিজুর, গোলাম ফারুক বাবু ও সিরাজুল
- ধামরাইয়ে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
- ‘নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা উন্মুক্ত আকাশ গড়ে তুলতে চাই’
- নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি
- যশোরে নানা আয়োজনে কমরেড অমল সেনের মৃত্যু বার্ষিকী পালিত
- চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব
- রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
- রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, উপদেষ্টাদের প্রতি সালাউদ্দিনের আহ্বান
- ‘ঘোষণাপত্র তৈরিতে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো’
- রাজবাড়ীর শীর্ষ পদে ৩ নারী কর্মকর্তা
- বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলো স্ত্রীর ঝুলন্ত মরদেহ
- ‘ওরা আমার মেয়েকে ডাক্তার হতে দিল না’
- চতুর্থ প্রজন্মের বহুমুখী গবেষণা চুল্লী নির্মাণ করছে রসাটম
- বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- ভারতের কুদানকুলাম এনপিপি’র জন্য পরমাণু চুল্লী পাঠালো রসাটম
- নাটোরে কৃষি মেলাতে আ'লীগ সরকারের বাণী প্রচার, তীব্র ক্ষোভের মুখে প্রত্যাহার
- এইচএমপিভি: ৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ
- লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
- ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুরু শুক্রবার
- এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেন ২৮৮ শিক্ষার্থী
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি আসাদ, শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) জাফর
- সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
- ‘নিত্যপণ্যে আরোপিত ভ্যাট রিভিউ হচ্ছে’
- ‘পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে’
- ‘পাকিস্তানের আক্রমণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে’
- মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
- খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ
- পুরাতন সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন
- আরও কমল সবজির দাম
- পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- এস কে সিনহা ও তার ভাইয়ের মামলায় প্রতিবেদন ২৪ এপ্রিল
- শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে নানা আয়োজন
- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল : কৃষিমন্ত্রী
- হাইকোর্টে শুনানি কালেই প্রবীরের আবেদন কার্যতালিকা থেকে বাদ, অপেক্ষা নতুন বেঞ্চের
- আল জাজিরার প্রতিবেদনে ১৫ বিশিষ্ট নাগরিকের নিন্দা
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে ১০১ আইনজীবীর আবেদন
- বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ২
- জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতকে ভিসা দেয়া সম্ভব নয় : হোয়াইট হাউজ
- গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ে কয়েক ধাপে ভর্তি পরীক্ষা
- জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল সাতদিনের রিমান্ডে
- ‘মিডিয়াকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে’