E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল নান্দাইল শহীদ দিবস

২০১৪ নভেম্বর ১৬ ১৫:৪৬:৩৪
আগামীকাল নান্দাইল শহীদ দিবস

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : আগামীকাল ১৭ নভেম্বর, নান্দাইল শহীদ দিবস। এ উপলক্ষে নান্দাইলের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহন করেছে।

১৯৭১ সালের এই দিনে নান্দাইলকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা পাকহানাদারদের ঘাঁটি নান্দাইল থানা আক্রমণ করেছিল। কিন্তু তাদের আক্রমণের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় দীর্ঘ সাড়ে চার ঘন্টা যুদ্ধ করেও মুক্তিযোদ্ধরা পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা শামছুল হক , ইলিয়াছ উদ্দিন, আওয়ামী লীগের সহ সভাপতি রইছ উদ্দিন ভূইয়া এবং চাঁন মিয়া শহীদ হন।

পরে আওয়ামী লীগের থানা শাখার তৎকালীন সভাপতি শাহনেওয়াজ ভুইয়া ও ছুবেদ আলীকে রাজাকার ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে। সারা নান্দাইলে স্বাধীনতার পক্ষের লোকজনের বাড়ীতে অগ্নিসংযোগসহ ধ্বংসযজ্ঞ চালায়।

এজন্যই দিনটি নান্দাইলবাসীর জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। সেই যুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন নান্দাইলের অগনিত শহীদদের স্মৃতির উদ্দেশে ১৭ নভেম্বর ‘নান্দাইল শহীদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ নান্দাইল উপজেলা কমান্ড, প্রজন্ম’ ৭১ ও উত্তরাধিকার নান্দাইল‘ ৭১ যৌথভাবে কর্মসুচী গ্রহণ করেছে।

(এপি/এএস/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test