E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বগুড়ার আদমদীঘি হানাদার মুক্ত দিবস

২০১৪ ডিসেম্বর ১২ ১২:৪২:২৮
আজ বগুড়ার আদমদীঘি হানাদার মুক্ত দিবস

বগুড়া প্রতিনিধি : আজ ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি হানাদার মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমনে ক্ষত বিক্ষত পাক হানাদার বাহিনী পালিয়ে যাওয়ায় দেশ স্বাধীনের মাত্র ৪ দিন আগে ১৯৭১ সালে এই দিনে বীর মুক্তিযোদ্ধারা বিজয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আদমদীঘিকে শত্রু মুক্ত করেন। আদমদীঘি উপজেলা ছিল পাক হানাদারের শক্ত ঘাঁটি। পাক সেনা, মিলিশিয়া বাহিনী এবং এ দেশীয় দোসর রাজাকার বাহিনীর সদস্যরা মিলিত ভাবে মার্চ মাসের শুরু থেকেই গ্রাম থেকে গ্রামান্তর অগ্নিসংযোগ,লুটপাট সহ নির্বিচার হত্যাকান্ড চালিয়েছে। মুক্তিযুদ্ধের শুরুতই কমান্ডার ফললুল হক, এল কে আবুল, মুনছুর রহমান,আজিজার রহমান, নান্টু, নজরুল ইসলাম, সেনা সদস্য আমজাদ হোসেন, আব্দুল হাকিম সহ অন্যান্যরা মুক্তি যোদ্ধাদের নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় খন্ড খন্ড যুদ্ধ চালান।

গেরিলা হামলায় পাক সেনা ও রাজাকারাও তটস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে থানায় আক্রমন করে বেশ কিছূ সংখ্যক গোলা বারুদ করাত্ব করে বীর মুক্তিযোদ্ধারা। পাক হানাদারের সাথে কুসুম্বী,রেল ষ্ট্রেশন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় সম্মূখ যুদ্ধ ও বাঁধে। এতে বেশ কিছূ সেনা নিহত হয়। ঐতিহাসিক রক্তদহ বিল ছিল মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ স্থান। মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমন শেষে ঐ বিল পেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেত। মুক্তিযোদ্ধাদের আক্রমনে ক্ষিপ্ত হয়ে পাক বাহিনীরা খুঁজতে থাকে মুক্তিযোদ্ধাদের। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,আলতাফ হোসেন বিশ্রাম নেয়ার সময় ছোট আখিড়া গ্রামের নিকট জমির আইল থেকে জসিম উদ্দীন নামের এক দালাল খবর দিয়ে ধরে দেয় পাক হানাদারের হাতে। এদের উপর নির্মম ভাবে নির্যাতন করা কালে চাঁপাপুর এলাকার মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক টুলু ও আব্দুল ছাত্তারকে ধরে নিয়ে আসা হয় থানায়। হানাদার বাহিনী এই চার বীর মুক্তিযোদ্ধাকে আটক করে চালায় প্রকাশ্যে নির্মম নির্যাতন। এর পর দেশ স্বাধীনের ৬ দিন পূর্বে আদমদীঘি মহাশ্বশ্মান ঘাটিতে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই মহাশ্বশ্মান ঘাটিতে অবস্থিত বদ্ধ ভূমিটি আজও সংস্কার কিংবা উন্নয়ন হয়নি। মুক্তিযোদ্ধাদের চারিদিকের আক্রমনে ৫ ডিসেম্বর ভোর হতে আদমদীঘি সদর থেকে পাক হানাদাররা রেল লাইনের পাশ দিয়ে হেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পাকহানাদাররা পালিয়ে যাওয়ার সময় পাইকপাড়া গ্রামের নিকট মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে হত্যা ও কায়েতপাড়ার নিকট মুক্তিযোদ্ধা একরামকে বেয়োনেটের খোচায় গুরুত্বর জখম করে। অবশেষে কোন প্রকার সংঘাত ছাড়াই বিজয়ের পতাকা উড়িয়ে বীর মুক্তিযোদ্ধারা আদমদীঘিকে হানাদার মুক্ত ঘোষনা করেন। এ উপজেলায় ২৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মুনছুর রহমান জানান, ৭১ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা হানাদারমুক্ত হয়। এদিন বীরযোদ্ধারা পাকহানাদারদের পরাজিত করে বিজয়ের পতাকা উত্তোলন করে। তবে হানাদার মুক্ত দিবসে কোন কর্মসুচি মুক্তিযোদ্ধা সংসদ পালন করে না বলে তিনি জানান।

(এএসবি/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test