E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধা হাতেম আলীর দুর্বিসহ জীবন যাপন

২০১৪ ডিসেম্বর ১৫ ১৫:৪৭:৩১
মুক্তিযোদ্ধা হাতেম আলীর দুর্বিসহ জীবন যাপন

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার রুহিতা গ্রামের অশীতিপর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাতেম আলী হাওলদার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত । হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তিনি এখন বিজয়ের মাসে তাঁর যুদ্ধকালীণ স্মৃতিচারণ করছেন আর দুচোখের পানি ফেলছেন। গত ১৫ আগষ্ট তিনি মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হলে মুমুর্ষ অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে কয়েকদফা তাকে কেমো থেরাপী দেওয়া হয়।

বর্তমানে তিনি বরিশাল সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বাম অংশ পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় হাটতে পারছেনা। প্রতিদিন প্রায় ৫-১০ হাজার টাকা তার চিকিৎসায় খরচ হচ্ছে। এ ব্যয়বহুল চিকিৎসায় তার প্রায় এযাবৎ ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা গেছে। একদিন দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আজ তিনি জীবনের শেষ বেলায় এসে কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত।

অসুস্থ মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাতেম আলী হাওলদার হাসপাতালের বিছানায় আধো আধো কণ্ঠে জানান, তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমতলী-কলাপাড়া এলাকায় সাব-সেক্টর পটুয়াখালী, সেক্টর-৯ এর যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। স্বাধীনতা যুদ্ধে পটুয়াখালী সাব-সেক্টরের হাই কমান্ড কমান্ডার কাপ্টেন মেহেদী আলী ইমাম তাকে কমান্ডার হিসাবে নিযুক্ত করে পটুয়াখালী জেলার ১০ টি থানায় বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীকে একক কমান্ডের আওতায় আনার জন্য নির্দেশ দেন। তার একক প্রচেস্টায় স্থানে বিচিছন্ন থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী দলকে একক কমান্ডের আওতায় নিয়ে আসেন।

তিনি কয়েকজন সৈন্য নিয়ে পাথরঘাটা থানায় আক্রমন পরিচালনা করে পাথরঘাটা থানার দায়িত্ব প্রাপ্ত কমান্ডার আলমগীর জহির সাহেবের সহায়তায় পাথরঘাটা থানার মুক্ত করে বাহিনী নিয়ে আমতলী অঞ্চলে চলে যান। পরে আমতলী এলাকার পচাকোড়ালিয়া ইউনিয়নে বাহিনী নিয়ে অবস্থান করেন। সেখানে সম্মুখ যুদ্ধে সি, আই, আনোয়ারসহ আরও প্রায় ৩৫ জন রাজাকার আটক করেন

দেশ স্বাধীন হলে ৭২ এর মাঝামাঝি সময় তিনি হেড কোয়াটারে হাই কমান্ডের নিকট তার অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন এরপর সেনাবাহিনীর চাকুরীতে তিনি পুনঃরায় করে।

বর্তমানে এ বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী । অর্থভাবে তার উন্নত চিকিৎসা চলছেনা।

এ ব্যপারে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. জয়নাল আবেদীন খান বলেন, মুক্তিযোদ্ধা সুবেদার হাতেম আলী আমাদের গর্ব। তিনি এ উপকুলের একজন সন্মুখ যোদ্ধা। আজ সে গুরুতর অসুস্থ। আমরা তার শাররীক অবস্থার আশু উন্নতি কামনা করছি। আর তাঁর চিকিৎসার খরচ মেটানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

(এমএইচ/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test