E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় পাকবাহিনীর আত্মসমর্পণ দিবস পালিত

২০১৪ ডিসেম্বর ১৮ ১৯:৩১:০৯
বগুড়ায় পাকবাহিনীর আত্মসমর্পণ দিবস পালিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলায় পাকবাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ও মুক্তদিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো জেলায় পাকবাহিনীর আত্মসমর্পণ দিবস।

বগুড়া থিয়েটারের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় জেলায় পাকবাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ দিবস উদযাপনে আনন্দ পদযাত্রা শুরু হয়। আনন্দ পদযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। এসময় তিনি বলেন, ১৯৭১ সালে বীর বাঙালী অসীম সাহসিকতায় শত্রুর মোকাবেলায় অস্ত্র তুলে নিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃতে এদেশের সকল জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলায় পাকহানাদারবাহীনী আত্মসমর্পণ করেছিল। এই দিবসকে সামনে রেখে আমাদের আজ ঐক্যবদ্ধ হয়ে দেশের শত্রুদের বিতাড়িত করতে হবে।আনন্দ পদযাত্রা বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি এএইচ আযম খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এটিএম হামিদুল হোসেন তারেক বীর বিক্রম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, মুক্তিযোদ্ধা ডাঃ আরশাদ সায়ীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়ার বিশিষ্ট আইনজীবী মনতেজার রহমান মন্টু। আলোচনা সভা শেষে বগুড়ার সঙ্গীত শিল্পি ও গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার মুক্তিযুদ্ধের সঙ্গীত, নৃত্যানুষ্ঠান পরিবেশন করে।

(এএসবি/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test