E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারুণ্যের ঈদ উদযাপন

২০২১ জুলাই ২৫ ১৯:৩৯:০৯
তারুণ্যের ঈদ উদযাপন

ফিচার ডেস্ক : করোনাকালে কেটে গেলো আরো একটি ঈদ। মানুষ যখন প্রিয়জন হারানোর শোকে ব্যথিত ঠিক তখনি খুশির বার্তা নিয়ে উপস্থিত মুসলিম জগতের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদুল আজহা। এরই মাঝে পালিত হয়েছে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জীবনে অন্যতম একটি ধর্মীয় উৎসব ‘ঈদ-উল-আজহা’। করোনা পরিস্থিতিতে এবারও ব্যতিক্রমভাবেই উদযাপিত হয়েছে এই ঈদ। ঈদের আনন্দ কিছুটা উপভোগ করতে স্বাস্থ্যবিধি মেনে যে যার মতো করে চেষ্টা করেছে। করোনাকালীন এই সময়ে দীর্ঘদিন ছুটিতে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কেমন কাটলো ঈদ? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ঈদ উদযাপন তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক- মেহেরাবুল ইসলাম সৌদিপ।

ঈদের রং যেন ফিকে হয়ে আসছে দিনে দিনে

ছেলেবেলার ঈদের সাথে বড়বেলার ঈদের বেশ ফারাক। মনে হয় ঈদের আনন্দ যেন কয়েকগুণ কমে গেছে। অবশ্য এই অবস্থার সাথে অভ্যস্ততাও হয়ে গিয়েছে বেশ কয়েক বছর ধরে৷ এখন আবার নতুন বাস্তবতা হিসেবে যুক্ত হয়েছে মহামারী। বিশেষ করে এবারের ঈদে উৎসবের আনন্দের চেয়ে আতংক যেন আরো বেশি। গত কয়েক সপ্তাহ ধরেই কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই ঈদের আমেজেও যেন ভাটা পড়েছে। ঈদের নামাজ, কুরবানি, আত্মীয়দের বাসায় যাওয়া - সব কিছুতেই শুধু ভাইরাসের সংক্রমণের দুশ্চিন্তা। তবে ভালো দিক হলো, সবার মাঝে সচেতনতা কিছুটা হলেও বেড়েছে। নামাযে, কুরবানির মাংস বিতরণে সবখানেই স্বাস্থ্যবিধি মেনে চলার একটা প্রবণতা দেখা গেছে মানুষের মধ্যে। আর শহুরে ঈদ সবসময় মানুষের সাথে একটু হলেও বিচ্ছিন্নতা থাকেই। তবু এসবের মাঝেই আনন্দ খুঁজে নিয়ে ঈদ পার করলাম। পৃথিবী থেকে মহামারী উঠে গিয়ে যেন শান্তি ফিরে আসে, এটিই-ই ছিল এই ঈদে মহান আল্লাহ'র দরবারে প্রধান প্রার্থনা।ফারহান ইশরাক, শিক্ষার্থী, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


করোনায় মলিন ঈদ আনন্দ

বছর ঘুরে আবারও মুসলিম সম্প্রদায়ের প্রাণের উৎসব ঈদুল আজহা উদযাপিত হলো। ঈদ আনন্দ বলতে শৈশব-কৈশোরে ফেলা আসা সেই স্মৃতিমাখা সময় টাকেই বুঝি। সময়ের পরিক্রমায় প্রতি বছর ঈদ আসলেও ফিরে আসে না ফেলে আসা সুনালী শৈশবের ঈদ। তার উপর দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালানো করোনা আরো মলিন করে দিয়েছে ঈদ আনন্দ। আশেপাশে স্বজন হারানোর আর্তচিৎকার, হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানুষের করুণ আকুতি উপেক্ষা করে মোটামুটি খাপ ছাড়া ভাবে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। বিগত তৃতীয় বারের মতো এবারও অনেকটা গৃহবন্দী হয়ে পালন করলাম ঈদুল আজহা। আত্নীয় স্বজন ছাড়া আর করোনা আতংকেই কাটলো এবারের ঈদ। কেমন যেন ছন্দপতন বিশ্বজুড়ে তবুও এই মহাক্ষণে বিশ্বের কোটি প্রাণের একটাই চাওয়া ধরনী ফিরে পাক তার আপন রুপে। মহামারীহীন এক রঙিন পৃথিবীতে প্রাণের মেলবন্ধনে আবদ্ধ হয়ে উৎযাপিত হোক সকল ধর্মীয় উৎসব এমনটাই কাম্য। ইসরাত জাহান চৈতী, শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


স্বাস্থ্যবিধি মেনে আনন্দের সাথে কাটলো ঈদ

মুসলমানদের জন্য সবচেয়ে বড় ও আনন্দপূর্ণ হচ্ছে ঈদের দিন। তবে এইবারের ঈদের চিরচেনা রুপ একদম দেখা মেলেই নি। নেই কোনো জাঁকজমক, নেই সেই আগের মতো উদ্দীপনা। এর কারণ করোনা ভাইরাসের আতঙ্ক। তবে সেই ছোট থেকে ঈদুল আজহা বা কোরবানি নিয়ে আমার একটি বিশেষ আনন্দ কাজ করে। আমার দাদুর বাড়ি জমিদার বাড়ি হিসেবেই পরিচিত। তাই ইদ আসলে সব কিছু যেন নিজ নিজ নিয়মে সেজে উঠে। কিন্তু করোনার কারণে এইবারের ইদে হয়তো সবকিছু নিজ নিজ নিয়মে সাজতে পারে নি। তাও প্রতিবারের মতো এইবার কোরবানির ইদে গ্রামের বাড়ি আসলাম। ইদের আগেরদিন রাত থেকে সকাল পর্যন্ত প্রতিবেশী কিছু মহিলা এসে রুটি পিঠা বানানোর কাজ করে, সেগুলো দেখছিলাম আর উনাদের সাথে গল্পও করছিলাম অনেক রাত পর্যন্ত। তারপর সকালে গরু জবাইয়ের পর দুপুরের মধ্যে সেই মাংস নিজের জন্য এক ভাগ রেখে, প্রতিবেশী ও আত্নীয়দের মধ্যে দুই ভাগ বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ হয়, কারণ এসময়টা আমাদের সকলের জন্য নিরাপদ থাকা জরুরি। এরপর গ্রামের কচিকাঁচা বাচ্চা এবং প্রায় সব বয়সের প্রতিবেশীরা আসে আমাদের ঘরে, সবাই স্বাস্থ্যবিধি মেনে একসাথে আনন্দের সাথে সবাই মিলে রুটি-মাংস খাই।করোনামুক্ত সেই ঈদের দিনের পরিবেশ আর এখনকার ঈদের পরিবেশের মধ্যে আনন্দের একটু পার্থক্য থাকলেও ভালোই কেটেছে এবারের ঈদ।আয়েশা সিদ্দিকা, শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


পরিবারের সঙ্গেই কেটেছে ঈদ

বিগত কয়েকটি ঈদের মতো এবারও করোনার ভয়াবহ পরিস্থিতিতে এসেছে ঈদুল আজহা। দীর্ঘ বিরতিতে তাই পরিবারের সদস্যদের সঙ্গেই কেটেছে এবারের ঈদ। সবাইকে নিয়ে একসাথে সেমাই খাওয়া, লুডু খেলা, বিকালে একটু সাজুগুজু করা সবার সাথে সেলফি তুলা, সবার সাথে ফোন আলাপ, সন্ধ্যায় হালকা নাস্তার আড্ডা, রাতে পরিবারের সাথে ঈদ আয়োজনের টেলিভিশন অনুষ্ঠান দেখার মধ্য দিয়েই ঈদের দিনটি কেটে গেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে যথারীতি সবার সাথে দিনভর ভিডিও কলে আলাপন, আড্ডা। এইতো এইভাবেই কেটে গেল ঈদের সময়টুকু। আমাদেরকে এই সীমাবদ্ধতার মধ্যেই পরিবারের সাথে আনন্দটা খুঁজে নিয়েছি।

এলাকার মধ্যে সংক্ষিপ্তভাবে ঘোরাঘুরি হলেও আত্মীয়দের বাসায় যাওয়া হয়নি৷ তবে কুরবানী, মাংস কাটা, পরিমাপ, বিতরণ, এসবের মাঝে আনন্দ ছিল অপরিসীম। আপনজনের মাঝেই রয়েছে ঈদের প্রকৃত আনন্দ। দ্রুতই পৃথিবী আগের মত সুস্থ হয়ে উঠবে এবং আগের মত সবার কাছে ঈদ আনন্দ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা রইলো। মোছাঃ জান্নাতী বেগম, শিক্ষার্থী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


যান্ত্রিক শহরেই কেটেছে ঈদ

করোনায় যেমন সব কিছু থমকে গিয়েছে ঠিক সেরকমই ঈদের মজাটাও শৈশবের স্মৃতিতে আটকে গেছে। দিন দিন যত বড় হচ্ছি ঈদের আনন্দ ততোই কমে যাচ্ছে। আগের মত আর সালামি নিতে বাড়ি বাড়ি যাওয়া হয় না, টিভি ছেড়ে নতুন জামা জুতা পরে ঈদের গান, নাটক দেখা হয় না, মনের আনন্দে ঘুরে বেড়ানো ও আর হয় না। সব কিছু যেন একদম থমকে গিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস বদলে দিয়েছে ঈদের সেই চিরচেনা আমেজ। প্রতি মুহূর্তে নতুন সংক্রমণ, নতুন মৃত্যুর খবরে সবাই যেন আতঙ্কিত। চারদিক যেনো করোনা আক্রান্ত ও বন্যা কবলিত এলাকার মানুষের হাহাকারে ঘেরা। এমন অসুস্থ পৃথিবীতে যে ঈদ পালন করতে হবে তা কখনো ভাবিনি। করোনা আতংকে সব মিলিয়ে এবারের ঈদ আমার কাছে বর্ণহীন ফ্যাকাসে মনে হয়েছে। ঈদের আমেজ যেন বজায় থাকে সেজন্য মা হরেক রকমের রান্না করেছে, পরিবারের কিছু সদস্যদের দাওয়াত দিয়েছে। করোনার কারণে অনেকেই আসতে পারেনি। যারা এসেছে তাদের সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, ছবি তুললাম। তাও যেন আগের মত আর ঈদের আমেজ টা পেলাম না। কিন্তু কি আর করার না চাইলেও এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে বাধ্য হলাম। রওশন জাহান সুমাইয়া, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।


কেটে গেল আরেকটি হর্ষ-বিষাদময় ঈদ

বড় হওয়ার সাথে ঈদ আনন্দগুলো ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। মহামারি করোনা ঈদকে আরো বিষাদময় করে তুলেছে। এবারের ঈদও বরাবরের মতই কেটেছে। ঈদের দিন সকাল সকাল ঈদের জামাত তাই আগেরদিন দ্রুত ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে নিলাম। এরপর সেমাই খেয়ে প্রস্তুত হয়েছিলাম ঈদগাহে গমনের উদ্দেশ্যে। মহামারিকালীন চতুর্থ ঈদে ঈদগাহে নামাজ পড়তে পেরেছি এটাই স্বস্তির নিঃশ্বাস। ঈদগাহ থেকে ফিরে গরু কুরবানির কাজে সহায়তা করেছি। রান্না শেষে খাওয়া-দাওয়া সম্পন্ন করে মাংস দিতে গিয়েছিলাম আপুর বাড়িতে। এছাড়া প্রযুক্তির কল্যাণে ঘরে বসে সোশ্যাল মিডিয়া, মেসেজ চালাচালি আর অডিও ও ভিডিও কলের মাধ্যমেই সকলের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিয়েছি। এভাবেই কেটে গেল হর্ষ-বিষাদময় আরো একটি ঈদ। অসুস্থ পৃথিবীতে সুস্থ থেকে পরিবারের সাথে ভালোমতো ঈদ কাটাতে পেরেছি এটাই তৃপ্তির ঢেকুর।আজাহার ইসলাম, শিক্ষার্থী, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

(এস/এসপি/জুলাই ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test