E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডে আজ

২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৪:০৬:২৩
সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডে আজ

নিউজ ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। কপোত কপতিরা নিজেদের মধ্যে সময় কাটান। একে অপরকে ফুল, চকলেট কিংবা পছন্দের জিনিস উপহার দিয়ে থাকেন। তবে যারা সিঙ্গেল তাদের জন্য একটু মুশকিলই বটে দিনটি পাড় করা।

গত কয়েক বছর থেকে তো ব্যানার হাতে র‌্যালি করতেও দেখা গেছে সিঙ্গেলদের। তবে জানেন কি, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য। হ্যাঁ, ভালোবাসা দিবসের পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হয় সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডে বা সংক্ষেপে বলা যায় স্যাড ডে।

সিঙ্গেলস অ্যাওয়ারনেস ডে, যা বাংলায় বলতে গেলে একক সচেতনতা দিবস আজ। সঙ্গীবিহীন জীবনের প্রতি করুণা নয় বরং বিশ্বকে জানিয়ে দিন আপনি সিঙ্গেল। আর এটা আপনার নিজের সিদ্ধান্ত যা নিয়ে আপনি খুশি। দিনটিকে উদযাপন করুন নিজের খুশি মতো। নিজেকে সময় দিন, ভালো কাজগুলোর জন্য নিজের প্রশংসা করুন, আগামী দিনগুলো ভালো কাটুক সেই প্রত্যাশা করুন।

এই দিনটি মূলত আত্ম-প্রেম, নিজেকে জানার ও বোঝার এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে উৎসাহিত করে। ভালোবাসা দিবসে যারা অবিবাহিত অথবা সঙ্গীহীন আছেন। তারা কেন নিজেদের বঞ্চিত রাখবেন? সেই সব মানুষদের জন্যই এই দিনটির সূচনা। আবার যারা শেষ বয়সে একা থাকেন। তারাও এই দিনটি পালন করতে পারেন।

এই দিবসের সূচনা হয় ২০০১ সালের দিকে। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির এক ছাত্র ডাস্টিন বার্নস তার সিঙ্গেল বন্ধুদের দেখেছেন ভালোবাসা দিবসে তারা কতটা দুঃখে মধ্যে ডুবে যায়। সেখান থেকেই তার ভাবনা আসে সিঙ্গেল বন্ধুদের একাকীত্ব উপভোগ করার জন্য একটি দিন প্রয়োজন। সেখান থেকেই এর উৎপত্তি। তবে অন্যান্য আন্দোলনের মতোই একক সচেতনতা দিবসটি বিচ্ছিন্নতার অনুভূতি থেকেই তৈরি হয়েছিল।

একক সচেতনতা দিবস ২০০৫ সালে বৈধভাবে কপিরাইটযুক্ত হয় এবং দিন দিন দিবসটির জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন সারাবিশ্বের মানুষ পালন করেন এই দিন। শুধু তরুণ সমাজের সিঙ্গেলরাই নন, প্রাপ্তবয়স্করাই তাদের জীবনের প্রতি গুরুত্ব বুঝতে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে দিবসটি উদযাপন করছে।

যারা ভালোবাসা দিবসে ঘরবন্দি থেকে আর বন্ধুদের কাপল ছবিতে রিয়াক্ট দিয়ে কাটিয়েছেন তারা বেড়িয়ে পড়ুন। আপনার এই একাকী থাকার সুময়গুলোকে উদযাপন করুন। বেড়িয়ে পড়ুন পাহাড় কিংবা সমুদ্রের গন্তব্যে।

তাই আপনিও আর ঘরে বসে না থাকে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসুন। নিজের সাথে সময় কাটাতে চাইলে ব্যাগ কাঁধে নিয়ে বেড়িয়ে পড়ুন পাহাড় কিংবা সমুদ্রে। এতবেশি সময় হাতে না থাকলে পরিবারের সঙ্গেই জম্পেশ আড্ডায় কাটুক আপনার আজকের সময়গুলো। পছন্দের খাবার খেতে পারেন। উপহার দিতে পারেন নিজেকেই।

তথ্যসূত্র : ডেইস অব দ্য ইয়ার

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test