E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিলুপ্তির পথে দেয়াল পত্রিকা বাঁচিয়ে রেখেছে যারা

২০২৩ জানুয়ারি ০১ ১৮:৪৪:০৬
বিলুপ্তির পথে দেয়াল পত্রিকা বাঁচিয়ে রেখেছে যারা

দিলরুবা ইসলাম জিন্নাত : বিশ্ববিদ্যালয়েরও প্রকাশিত প্রথম দেয়াল পত্রিকা। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চিন্তা- জগতের উন্নয়নের লক্ষ্য দেয়াল পত্রিকা প্রকাশের উদ্যোগটি গ্রহণ করেছে "লিটারেরি এন্ড কালচারাল ক্লাব "। লেখা মানুষের মস্তিষ্কের চিন্তার প্রতিবিম্ব। শিক্ষার্থীরা যেন তাদের চিন্তার জগৎ কে সমৃদ্ধ করতে পারে সে বিষয়ে উৎসাহিত করার জন্যই দেয়াল পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস থেকে ছিটকে পড়ছে। লিখতে হলে পড়তে হবে। তাই শিক্ষার্থীদের বই বান্ধব করে গড়ে তুলে লিখিত আকারে তাদের চিন্তাকে প্রকাশ করা হলো "দেয়াল পত্রিকা " প্রয়াসের একমাত্র উদ্দেশ্য। 

বলা হয়ে থাকে দেয়ালিকা হলো সাহিত্যের ' চারা'। অনেক কবি সাহিত্যিকগণের লেখার হাতেখড়ি হয়েছে দেয়াল পত্রিকার মাধ্যমে। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখার সূচনা হয়েছিল দেয়ালে লিখার মাধ্যমে। "দেয়ালে দেয়ালে/মনের খেয়ালে/লিখে যাই কত কথা/আমি যে বেকার/পেয়েছি লেখার স্বাধীনতা...।’ " শিশু বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যের এই লিখার মাধ্যমেই অঙ্কুরিত হয়েছিল কবি প্রতিভা।

একটি বৃক্ষ থেকে ফল পেতে হলে যেমন বীজতলা প্রস্তুত করে চারা লাগাতে হয় ঠিক তেমনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের "লিটারেরি এন্ড কালচারাল ক্লাব" একটি চারা রোপণ করেছে। যার ভবিষ্যৎ ফল হিসেবে মুক্ত চিন্তার, বুদ্ধিভিত্তিক সৃজনশীল লেখক পাওয়া যাবে।

দেয়াল পত্রিকাটি উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 'লিটারেরি এন্ড কালচারাল ক্লাব' এর মডারেটর, ইংরেজি বিভাগের শিক্ষক 'সাফি উল্লাহ'। যার অনুপ্রেরণায় এই দেয়ালিকায় শিক্ষার্থীরা তাদের রুচিবোধ এবং মস্তিষ্কের প্রতিচ্ছবি তুলে ধরতে সমর্থ হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর শিক্ষার্থীদের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে বড় বাজেটের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস অব্যাহত রাখার বিষয়ে উৎসাহিত করেছেন।

এ সময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার শিক্ষার্থীদের মেধার প্রতিফলন এবং আগ্রহ দেখে উপাচার্য কে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সূক্ষ্ম মেধার সর্বোচ্চ প্রতিফলন টুকু পেয়ে থাকবে।' এছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষকগণও তাদের বক্তব্য মুগ্ধতা প্রকাশ করেছেন।

বর্তমান সমাজ, রাষ্ট্র এবং মানবজীবনের সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই দেয়ালন পত্রিকায়।ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া সুলতানা তার লিখিত কবিতা "সংকট" এ উপস্থাপন করেছে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং তরুণ সমাজের বেকারত্বের হতাশা। শিক্ষার্থীরা তাদের প্রয়াসের এই ক্রম ধরে রাখতে দৃঢ় মনোবল নিয়ে অগ্রসর হওয়ার প্রত্যয় গ্রহণ করেছে।

প্রয়াসে প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা, অনুগল্প, বই সমালোচনা এবং বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার। শুধু শিক্ষার্থীদের লেখাই নয় দেয়াল পত্রিকার শোভাবর্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার এবং ক্লাবের মডারেটর, শিক্ষক ও কথাসাহিত্যিক সাফি উল্লাহর লেখাও। তাই বিলুপ্তীর পথে দেয়াল পত্রিকা বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ গ্রহণ করা হোক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের মধ্যকার বিচ্ছিন্নতা দূর করে একত্রিত হওয়া, সৃষ্টিকর্মের বিকাশ এবং আমাদের সংস্কৃতিকে রক্ষার জন্য দেয়াল পত্রিকা একটি কার্যকর ভূমিকা রাখা একান্ত প্রয়োজন।

লেখক : শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test