E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মনের মত মনের মানুষের খোঁজে

২০১৫ মার্চ ১৯ ১৬:০৪:২৮
মনের মত মনের মানুষের খোঁজে

নিউজ ডেস্ক : অনেকেই নিজের জীবনের প্রায় বেশীরভাগ সময় কাটিয়ে দেন মনের মত একজন জীবনসঙ্গী খোঁজার পেছনে। হয়তো দেখা গেলো একেরপর এক সঙ্গীর সাথে সময় কাটাচ্ছেন ঠিকই কিন্তু তার মতে পারফেক্ট না হওয়ার কারণে কিছুদিন পর আবার একাকী জীবন। আশেপাশে তাকালে এমন বহু মানুষের দেখা মেলে।

এই সমস্যায় সবচাইতে বেশি পড়েন মেয়েরা। কিশোরী বয়স থেকেই টেলিভিশন, নাটক সিনেমায় দেখা হিরোর মতো নিজের পারফেক্ট জীবনসঙ্গী খোঁজার জন্য কাটিয়ে যান একাকী জীবন। এই ধরণের অবাস্তব জীবনের প্রভাব বর্তমানে পড়তে দিলে ক্ষতি আপনারই। একাকী জীবনের কষ্ট ভোগ করতে হচ্ছে আপনারই। তাই যদি পারফেক্ট মানুষের খোঁজে এখনও একাকী জীবন যাপন করতে থাকেন, তাহলে জেনে রাখুন কিছু সত্য।

পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়
পারফেক্টের সংজ্ঞা কিন্তু একেকজনের কাছে একেক রকম। আপনার কাছে পারফেক্টের সংজ্ঞা যেমন অন্যের কাছে নাও হতে পারে। আর সেকারণেই আপনি যখন একজনকে পারফেক্ট ভাবেন তিনি আপনাকে পারফেক্ট ভাবতে পারেন না। একারণে একাকীই থাকতে হয়। তাই মনে রাখুন পারফেক্ট কিন্তু আপনি যেমন ভাবছেন তা নাও হতে পারে।

আপনি নিজের মনের মতো করে কিছুই পাবেন না
আপনি যেমনটা চাইছেন তেমনটা করে কখনোই কিছু পাবেন না। তাই অযথা অতিরিক্ত বাছ বিচার করে সময় অপচয় করবেন না। এতে যতো সময় যাবে আপনার মানসিক স্থিতি ততোটাই কমতে থাকবে।

পারফেক্ট করার চেষ্টা করতে হয়
পারফেক্টের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম এবং নিজের মনের মতো করে আসলে কিছুই পাওয়া যায় না। তবে নিজের মনের মতো করে পারফেক্ট করে নেয়ার চেষ্টা ঠিকই করা যেতে পারে। পাশাপাশি এতে করে সম্পর্কের গভীরতাও বাড়ে।

যে সময়টি পার করছেন তা কখনোই ফিরে পাবেন না
একটা সময় আসবে যখন এই বর্তমান সময়ের জন্য আপনি আক্ষেপ করবেন। কারণ ভবিষ্যতে কাউকে পারফেক্ট পাবেন এই কথা ভেবে আপনি বর্তমানকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। এতে করে আপনার ভবিষ্যতের নিরাপত্তাও আপনি নিজে থেকেই নষ্ট করছেন।

নিজের মনকে আগে বুঝতে শিখুন
আপনি আসলে ঠিক কোন জিনিসটি চান তা বুঝে উঠুন। এতে করে সঙ্গী খোঁজার ব্যাপারটি একটু হলেও সহজ হবে। এবং পারফেক্টের পেছনে ছুটোছুটি না করে ভালোবাসার পেছনে থাকুন, এতে করে জীবনে একাকীত্বের অভিশাপ নামবে না।

(ওএস/এএস/মার্চ ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test