E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগমনী চক্রবর্তী’র ছড়া

২০২০ জুলাই ১৯ ১৬:০৩:২৮
আগমনী চক্রবর্তী’র ছড়া







 

উদাসীর চাওয়া

নিষ্পলক দৃষ্টির সীমায় দিগন্তের পথপানে
দাঁড়িয়ে উদাসী।
অযাচিতভাবে,অসীম উৎসাহে,
কাছে পাবার প্রহর আলিঙ্গনে -
দিশেহারা ।
গহীন সমুদ্রের উত্তাল ঢেউ,
মেঠোপথের রাখালিয়া সুর,
ঝিঁ-ঝিঁ পোকার গুঞ্জন,
জোনাকির আলো-আঁধারির পথচলায়
খুঁজে ফের আমাকে।
অযুত-লক্ষ ভালোবাসা দিয়েছ যখন,
আমি তখন শূন্যের কোঠায়।
ভোরের আলো, সূর্যের কিরণ,
সাঁঝবেলার সারল্য দেখিয়েছ যখন,
গোধূলী- সন্ধ্যা আমি তখন..... খুব অল্প সময়।
সমুদ্র-মন্থনে বিষপান, গরল খেয়ে অমৃত আশ্বাস -
সে যে দৈবিক প্রশান্তি!
তুমি কি সেই স্বপ্ন পিয়াসী,
বেহালার রাগিণীর করুণ সুর?

প্রাণবন্ত জীবন, আমৃত্যু সত্যের সন্ধানে
নির্ভীক পথিক যখন তুমি,
আমি তখন পথ-হারা উড়ন্ত বলাকা, গাংচিল,
অথবা মাঝরাতের ডাহুক...
ভোরে যার সন্ধান নেই।
নিবিড় চাওয়ার এতটুকু পাবার
অফুরান স্বাপ্নিক ছন্দের অতল-স্পর্শের
নিঃশেষটুকু দেখার সুতীব্র আকাঙ্খা -
আমি তো সেই পিয়াসী মন।
" এইতো পেয়েছি ", ভেবেছ যখন,
কানামাছির ভোঁ ভোঁঁ ছোঁয়া দিয়ে
আবার পালিয়েছি আমি।
ফাল্গুনী ছোঁয়া, চৈতি হাওয়ায়
খুঁজেছ আমায় নির্ভীক সযতনে ৷
কালোত্তীর্ণ আবেশে ভরে গেছে মন,
প্রফুল্লতার গেলাস ভরা বেঁচে থাকার পানীয়
বাঁচিয়ে রেখেছে মোরে।
মিছে মায়ার মরীচিকার ছল -
সে তো কেবলি বিফল।
অন্তর দিয়ে অন্তরের স্পর্শ পাওয়া
" দেব-সুধা", নিত্যপ্রসাদ -
ক'জনের ভাগ্যে মেলে?
খুঁজে পাবে না আমার শরীরী আত্মাকে -
সভ্যতার সংকটে, মায়াময় পৃথিবীতে।
আমি তো পেয়েছি তোমার
অমৃত-সম সেই বিমূর্ত আত্মাকে।

স্মরণ করি বিধাতাকে
মিলন অথবা সম্মিলনে,
প্রত্যাশা আর প্রাপ্তির অন্যন্য বন্ধনে
একাকার করে দাও
দুটি ভিন্ন পথের পথিককে;
কামনা-লালসার লোভাতুর আক্ষেপ
জলাঞ্জলি দিয়ে ।
সম্ভাবনার আত্মিক স্পর্শে, শুচিতায় মুগ্ধ
দেবার্ঘ্য,বরণ ডালায় শোভিত হোক
উদাসীর চাওয়ায়।

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test