E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিয়াজুল ইসলাম রিয়াজের ছড়া

২০১৬ আগস্ট ০১ ২২:৪২:০৭
রিয়াজুল ইসলাম রিয়াজের ছড়া






 

'হায়রে তোরা বাঙালি'


কোন মর্যাদায় বাংলা ভাষা
হায়রে তোরা বাঙালি,
হিন্দি-উর্দু-ফার্সি বলে
হসনে এতো কাঙালি!

বাংলা কিনছি ভাইয়ের রক্তে-
মায়ের চোখের জলে,
সেই বাংলার অপমান আজ,
হেথায় কেমনে চলে!

বাংলা তোর মায়ের ভাষা
ইংরেজিটা কাজে,
এ দুই ছাড়া ভিন্ন ভাষায়
বচন নাহি সাজে!

বুঝলিনা তুই! বুঝলো ওরা
ভিনদেশেতে বসে,
আমার দেশে অন্য ভাষায় -
বকলে খাবি কষে!

বাংলা বলবি গর্বভরে
বুকের সিনা টানে,
তা না হলে বেজম্মা তুই
ভাসবি ঘৃণার বানে!


(আরআইআর/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test