E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২০১৮ মার্চ ০৪ ২৩:৫৫:০৪
পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৭-২০১৯) সভাপতি পদে প্রফেসর শিবজিত নাগ, সম্পাদক পদে আঁখিনূর ইসলাম রেমন (বাংলাভিশন) পুনঃনির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আখতারুজ্জামান আখতার (চ্যানেল আই ও যুগান্তর), সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী ( শীর্ষ নিউজ ডটকম ) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিত কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন; সহ-সম্পাদক জি কে সাদী (দেশটিভি), অর্থ সম্পাদক নরেশ মধু (ডেইলী অবজারভার), সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক শফি ইসলাম (দৈনিক অর্থনীতি), ক্রীড়া সম্পাদক ছিফাত রহমান সনম (যমুনা টেলিভিশন), কল্যাণ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস (দৈনিক প্রথম আলো), দপ্তর সম্পাদক এস এম আলাউদ্দিন (ইএনবি ও নয়াদিগন্ত)। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন; আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক), এডভোকেট মুহম্মদ মহিউদ্দিন (দি নিউজ টুডে), মোসতাফা সতেজ (নির্বাহী সম্পাদক, দৈনিক ইছামতি), বীরমুক্তিযোদ্ধা মো. এবাদত আলী (সাংবাদিক ও কলামিষ্ট), এমজি বিপ্লব চৌধুরী (সম্পাদক, পাবনার খবর ও মর্নিংটাচ), আহমেদ উল হক রানা (দৈনিক কালেরকণ্ঠ ও নিউজ ২৪ টিভি) এবং এডভোকেট মুরশাদ সুবহানী (দৈনিক ইনকিলাব)।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মির্জা আজিজুর রহমান, অধ্যাপক পরিতোষ কুমার কুন্ডু ও এডভোকেট শাহজাহান আলী মন্ডল। কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের বিপরীতে ১৭টি মনোনয়ন পত্র জমা পড়ে। অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

(এসকেকে/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test