E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

২০১৪ আগস্ট ০৭ ১৫:১০:০৯
পটিয়ায় চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় দুই সাংবাদিকের উপর ভূমিদস্যু চক্রের সদস্যরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমিরী, দৈনিক মানবকণ্ঠ  প্রতিনিধি মফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এসকেএম নুর হোসেনসহ চার সাংবাদিক  সন্ত্রাসী হামলায় আহত হয়।

গতকাল বুধবার বিকাল ৫টায় পটিয়া সদরের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সাংগঠন তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পটিয়া প্রস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী বাদী হয়ে গতকাল বুধবার রাতে ভূমিদস্যু ফারুক ও তার সহযোগী সাজেদা বেগমসহ ৫/৬জনকে আসমাী করে একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ঘটনার পূর্বে পটিয়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় দৈনিকের ৬ জন সাংবাদিক পোস্ট অফিস মোড়স্থ একটি রেস্টুরেন্ট থেকে বিকালে নাস্তা সেওে বের হওয়ার সময় স্থানীয় ভুমিদস্যু মোহাম্মদ ফারুক ও সাজেদা বেগমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এ দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চলাকালে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লাঞ্ছিত করে। এ সময় সন্ত্রাসীরা আজাদী সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর এবং নগদ টাকা ও মোবাইল সেট চুরি করে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পটিয়া থানার পুলিশ অফিসার অলি উল্লাহ জানান, আমি সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
পটিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আবেদুজ্জমান আমিরী ভূমিদস্যূ বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করায় তারা দীর্ঘ দিন ধরে তাকে প্রাণ নাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে তিনি একাধিক সাধারণ ডাইরী দায়ের করেন। এর পূর্বে ওই চক্রটি তাকে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ মিথ্যা মামলায় ফাসায়। পরে ডিআইজি নওশের আলী বিশেষ তদন্তে নারী নির্যাতনের ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে একইভাবে আরো একটি ফৌজদারি মামলায় একইভাবে সাংবাদিক আবেদ আমিরীকে আসামি করা হয়। আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এতে তদন্ত না হয়ে ওই চক্রটি নতুন করে আরো একটি নারী ও শিশু নির্যাতনের মামলায় তাকে ফাঁসিছে। তারা সাংবাদিকের লেখনি বন্ধ করতে মিথ্যা অভিযোগে একের পর এক মামলা দায়ের করার অভিযোগ রয়েছে।
এ ঘটনা সাংবাদিকের সন্ত্রাসী হামলায় পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি এসকেএম জাহাঙ্গীর, সহ সভাপতি আবদুর রাজ্জাকসহ সাংবাদিক নেতৃবৃন্দরা গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানান এবং অবিলম্ভে সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক শাস্তির দাবি জানান।
(এনআই/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test