E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২১ জানুয়ারি ০২ ১৬:২৪:০৫
গৌরীপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (০১ জানুয়ারী) ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুর কমিটির পরিচিতি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

আয়োজনের মধ্যে ছিল বিকাল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি, কেকাটা, আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান, মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান, আলোচনা সভা, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, ব্যবসায়ী হাফেজ আজিজুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, এডভোকেট জসিম উদ্দিন, বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার, ইকবাল হোসেন জুয়েল, আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মীগণ, ব্যবসায়ী ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক ও প্রতিনিধিবর্গ।

সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন গৌরীপুর সংগীত নিকেতন। অনুষ্ঠানটি পরিচালনায় করেন প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল আমীন।

(এস/এসপি/জানুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test