E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৭:৩৮:০৭
গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

আশরাফুল ইসলাম, গাইবান্ধা : ''সত্য ঘটনা জানবো এরপর অন্য কে জানাবো,, এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের গাইবান্ধা জেলার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হইলো। গাইবান্ধায় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি -মোঃ আসাদুজ্জামান সরকার মিলন (এপ্রেন্টিস আইনজীবী) ও গাইবান্ধা প্রতিদিন। সহ - সভাপতি -অধ্যক্ষ জহুরুল ইসলাম (সাপ্তাহিক অবিরাম ও ডেইলি ভোরের কলাম)। সহ - সভাপতি - প্রভাষক জহির উদ্দিন হাওলাদার ( খোঁজখবর২৪)।

সাধারণ সম্পাদক - আশরাফুল ইসলাম( পিপলস নিউজ ২৪ ও ডেইলি টাইমস্ বাংলাদেশ)। সহ সাধারণ সম্পাদক - জাহাঙ্গীর কবির ডিপটি প্রধান( বিজয় টিভি ও বিডি.নেট ২৪)। সহ - সাধারণ সম্পাদক - রফিকুল ইসলাম রফিক ( দৈনিক অধিকার)। সহ সাধারণ সম্পাদক -মোক্তাদির ঈমাম মিথুন ( খবর বাংলা)।

সাংগঠনিক সম্পাদক - আসাদুজ্জামান রুবেল (দৈনিক যুগের আলো দি ডেইলি ট্রাইবুনাল)। সহ - সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম (দৈনিক আজ কালের খবর)। অর্থ সম্পাদক - আর এম মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিদিন)। দপ্তর সম্পাদক- আরিফ উদ্দিন (এবিনিউজ২৪)। প্রচার ও প্রকাশনা সম্পাদক -রাকিবুল ইসলাম পরশ (দৈনিক মানবধিকার ক্রাইম বার্তা)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মিজানুর রহমান নিক্সন (দৈনিক দেশসেবা)। যুব ও ক্রীড়া সম্পাদক - এ জে আশিক শাওন ( বিডি গাইবান্ধা ডট নিউজ)। আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-এ্যাড এস এম সালাউদ্দিন কাশেম। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক-শামীমা ইসলাম সুমি ( গাইবান্ধার ডাক)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, ১। উজ্জল প্রধান (গোবিন্দগঞ্জ),২। হাবিবুর রহমান (ফুলছড়ি),৩। শফিকুল ইসলাম অবুঝ (সুন্দরগঞ্জ), সুদীপ্ত শামিম (সুন্দরগঞ্জ) ৫। খাইরুল ইসলাম বাশার (গোবিন্দগঞ্জ)।

সর্বসম্মতিক্রমে এই কমিটি আগামী তিন বছর জন্য গাইবান্ধা অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটি হিসাবে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এই কমিটির কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগীতা প্রদানে জেলা প্রশাসনিক, আইন শৃংখলাবাহিনী,সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

(এ/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test