E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

২০২১ মার্চ ২২ ১৪:৫৩:১৫
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন

স্টাফ রিপোর্টার : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌‘ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test