E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা প্রতিবাদ

২০২১ জুন ২২ ২২:৫১:৫৫
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা প্রতিবাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনে ঘটে।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ ই জুন) এক বিবৃতিতে বন্দর মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস এম শাহীন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি বলেন, রূপগঞ্জে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(এ/এসপি/জুন ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test