E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে সংবাদ প্রতিবেদন তৈরি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

২০২২ এপ্রিল ১৬ ১৮:২৭:২৩
সিরাজগঞ্জে সংবাদ প্রতিবেদন তৈরি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সংবাদ প্রতিবেদন তৈরি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷ আজ শনিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার।

বীর মুক্তিযোদ্বা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে সংবাদ প্রতিবেদন তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদিপ কুমার পান্ডে। প্রশিক্ষণে ড. পান্ডে প্রিন্ট মিডিয়ার জন্য সংবাদ পতিবেদন তৈরি প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক ও আজকের সিরাজগঞ্জ পএিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, এনডিপি’র পরিচালক সিএসপি মো. মোসলেম উদ্দিন আহমেদ ,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হীরক গুন, অর্থ সম্পাদক দিলীপ গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, যমুনা টেলিভিশন প্রতিনিধি রুবেল, দৈনিক ইনকিলাব এর সৈয়দ শামীম শিরাজী, কবি সাংবাদিক মান্না রায়হান, দৈনিক জনবাণী প্রতিনিধি আহসান হাবীব মুন্না, জহুরুল ইসলাম, ভোরের দর্পন এর আল আমীন, দেশ টিভির প্রতিনিধি সায়েম, দৈনিক বাংলা ৭১ এর ইমরান হোসাইনসহ ৪৫ জন স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, সাংবাদিক মোস্তাক আহমেদ নওশাদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

এর আগে সকাল ১০টায় ড. প্রদীপ কুমার পান্ডে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে পৌছলে সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, দৈনিক জনকন্ঠে স্টাফ রিপোর্টার, প্রেস ক্লাব এর নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, জিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, ড. প্রদীপ কুমার পান্ডেকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

(আই/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test