E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে সাংবাদিক রনির ওপর সন্ত্রাসী হামলা

২০২২ জুলাই ১৫ ১৬:১০:১১
বকশীগঞ্জে সাংবাদিক রনির ওপর সন্ত্রাসী হামলা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক রাশিদুল ইসলাম রনিকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বড় ভাই বাবুসহ আহত হয়েছে আরও চারজন। আহত সাংবাদিক রনিকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে ওই সাংবাদিকের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

সাংবাদিক রনির বড়ভাই বাবু মিয়া জানান, ভায়রাভাই আশরাফ আলী ফেসবুক মেসেঞ্জারে এবং মোবাইলে মেসেজ দিয়ে আমার স্ত্রীকে উত্যক্ত করে আসছিল। ঘটনাটি শ্বশুরকে জানালে তারা আলীরপাড়ায় আশরাফ আলীর বাড়িতে যায়। এ নিয়ে আমাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শ্বশুর ও আমাকে আটকে রেখে মারধর করে আশরাফ আলী ও তার লোকজন। খবর পেয়ে ছোট ভাই সাংবাদিক রনি ঘটনাস্থলে গেলে তাকেও আটকে রেখে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রের সাহায্যে বেধড়ক মারধর করে তারা। এতে রনির মাথার ৩ স্থানে ক্ষত সৃষ্টি হয়। এছাড়া এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন অঙ্গে ফোলা-জখম হয়। খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর স্থানীয়দের সহযোগিতায় রনিকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সাংবাদিক রনির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সম্পাদক লুৎফর রহমান। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক রনির ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test