E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মামলা ও হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

২০২২ নভেম্বর ১৯ ১৭:৩২:০০
চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মামলা ও হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক গাইবান্ধার ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা হয়রানিমূলক মামলা ও গোবিন্দগঞ্জের সমকালের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধা'র সহ সভাপতি ভুক্তভোগী রবিন সেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,মাসুম বিল্লাহ্, লাল চান বিশ্বাস,রিপন আকন্দ, ইসমাইল,দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার, বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ‍্যা মামলা প্রত‍্যাহারের দাবী জানান।

(আর/এসপি/নভেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test