E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ১৮ ১৭:৩৩:০৩
হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবের অডিটরিয়ামে লোকাল গভর্নেন্স জার্নালিজস ডেভেলপসেন্ট ফোরাম আয়োজিত কর্মশালায় গ্রাম আদালত, নারীর ক্ষমতায়ন, হোল্ডিং ট্যাক্স, স্থানীয় সম্পদ এবং হাওরের জীবন-জীবিকা, কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন লগোজে’র সভাপতি সিকান্দার ফয়েজ, সাধারণ সম্পাদক পলাশ আহসান এবং এমএমসির প্রশিক্ষণ সমন্বয়কারী সেলিম আকন।

এমএমসি’র আঞ্চলিক ব্যাবস্থাপক হাবিবুল আলমের স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আমির হোসেন চৌধুরী, শোয়েব চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, মিলন রশিদ, ফজলুর রহমান, শাহ ফখরুজ্জামান, শ্রীকান্ত গোপ প্রমূখ। কর্মশালায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

(পিডিএস/এএস/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test